অবাক করা সত্যি কথা







অ্যালবার্ট আইনস্টাইনের মতে, ‘যদি পৃথিবীতে মৌমাছি না থাকে তাহলে পৃথিবীর সব মানুষ ৪ বছরের মধ্যে মারা যাবে। কথাটি শুনে অনেকে  প্রথমে অবাক বা গাঁজাখোড়ি মনে করতে পারেন কিন্তু না সত্য এবং ১০০% সঠিক।  এর পিছনে অাসলে পরাগায়ন  সকল প্রানী প্রতাক্ষ বা পরোক্ষভা গাছের উপরে নির্ভর করে
অার গাছের জীবন বিস্তর  হয় পরাগায়ন  এর মাধ্যমে।




পরাগায়ন (ইংরেজি: Pollination), গাছের  প্রজননের একটি মৌলিক প্রক্রিয়াবিশেষ। যে পদ্ধতিতে ফুলের পরাগধানী থেকে পরাগরেণু স্থানান্তরিত হয়ে ফুলের গর্ভমুণ্ডে পড়ে, তাকে পরাগায়ন বলা হয়।

উদ্ভিদে পরাগায়ন প্রধানত দুধরণের হয়ে থাকে। যথা:

স্ব-পরাগায়ন, এবং
পর-পরাগায়ন যা মৌমাছির মাধ্যমে হয়।






মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অাগরা শাক মানুষের জন্য ক্ষতিকর .....!

Mia Khalifa মিয়া খলিফা sex সমাচার

থানকুনি পাতার স্বাস্থ্য উপকারিতা কি....?