সুবর্ণ সুজগ....!
মাত্র ৯৫ টাকায় বাগান বাড়ি কেনার সুযোগ!
নানা প্রাকৃতিক সম্পদে ঠাসা শহর। সুন্দর সাজানো-গোছানো। বেশিরভাগ বাড়িতেই রয়েছে সাজানো বাগান। ওইসব বাগানে রয়েছে নানা ফুল-ফল। এমনই একই নান্দনিক শহরে বাড়ি বিক্রি হচ্ছে মাত্র ৯৫ টাকায় (১ ইউরো)।
ইতালির ছোট্ট শহর সাম্বুকায়। শহরটি দেখতে খুবই সুন্দর হলেও এখানে যোগাযোগ ব্যবস্থা ও আধুনিক চিকিৎসা ব্যবস্থা নেই। ফলে স্থানীয় বাসিন্দারা শহর ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। ফলে সেখান বহু বাড়ি ফাঁকা পড়ে আছে।
স্থানীয় কর্তৃপক্ষ সেই বাড়িগুলো ১ ইউরো শুভেচ্ছা মূল্যে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। তবে সেটি যারা কিনতে চাইবে তাদের বাড়ি সংস্কারের শর্ত মেনে নিতে হবে।
এজন্য বাড়ি কেনার আগে সিকিউরিটি ডিপোজিট হিসেবে ৫ হাজার ইউরো (প্রায় ৫ লাখ টাকা) জমা দিতে হবে। বাড়ি কেনার তিন বছরে মধ্যে সেটি সংস্কার করলে ডিপোজিট মানি ফেরত পাওয়া যাবে।
ইতিমধ্যেই এ শহরে বাড়ি কিনতে চেয়েছেন অনেকে। ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড থেকে জমা পড়েছে আবেদনপত্র।
সূত্র: দ্য গার্ডিয়ান।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন