মলমূত্র দ্বারা চলবে বাস....
বায়োগ্যাস (মানুষের মলমূত্র দ্বারা চালিত) বাসের গ্যাস ট্যাঙ্ক একবার ফুল করার পর সেটি খরচ করে বাসটি অনায়াসে ৩০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। বছরে প্রতি ৫ জন মানুষ যে পরিমাণ মলমূত্র ত্যাগ করে সেটি দিয়ে এই বাসের এক ট্যাঙ্ক মানে ৩০০ কিমি চলার মতো জ্বালানী বা গ্যাস উৎপাদন করা সম্ভব। এমনটাই জানিয়েছে উৎপাদক কর্তিপক্ষ। খবর বিবিসি, সিএনএন। বাসের ডিজাইন টি করা হয়েছে অন্যান্য সাধারণ ডিজেল চালিত বাসের মতো করে এমনকি ইঞ্জিনও অন্যান্য গাড়ির মতো শুধু পার্থক্য হচ্ছে যাত্রীদের এবং বাসের ডিজাইনের কথা বিবেচনা করে জ্বালানী সিলিন্ডার গুলে বাসের ছাদের অপরে রাখার ব্যাবস্থা করা হয়েছে। প্রকিতিকে বিষাক্ত কার্বনের হাত থেকে বাঁচানোর জন্য এই বাসের কার্বন নিঃসরণ মাত্রা অন্যান্য গাড়ির থেকে ৩০% পর্যন্ত কমানো হয়েছে। বাসের যন্ত্রাংশ থেকে শুরু করে সবকিছুর দেখাশোনা করছে “বাথ বাস” নামের একটি কোম্পানি আর মানুষের বর্য থেকে গ্যাস উৎপাদন করার প্রোজেক্ট পরিচালনা করছে জেনইকো নামের একটি কোম্পানি।
জেনইকোর জেনারেল ম্যানেজার মোহাম্মদ সাদিক সংবাদ মাধ্যমকে বলেন যে, যুক্তরাজ্যের মতো দেশের শহরগুলোর নির্মল বাতাসের জন্য গ্যাসচালিত গাড়ির প্রয়োজনীয়তা অপরিসীম। বাথ বাস কোম্পানির কলিন ফিল্ড বলেন, উপযুক্ত সময়ে বায়োবাসটি যাত্রা শুরু করেছে। তিনি আশা প্রকাশ করে বলেন যে আগামী বছরের মধ্যেই ইউরোপের সবুজ রাজধানী হবে ব্রিস্টল এবং পরবর্তীতে এই সবুজ বাস বা “পু বাস” বিশ্বের সকল প্রান্তে ছড়িয়ে পড়বে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন