প্রতারক অথবা প্রতারনা নিয়ে দুটি কথা......
কখন কি চিন্তা করেছেন প্রতারক বা প্রতারনা কি....?
প্রতারনা মানুষ কে বিভিন্ন কলা-কৌশলে প্রলুব্ধ করার এক বিশেষ কৌশল, অল্প বুদ্ধির, সল্প অায়ের মানুষকে বলির পাঠা বানানোর জন্য এ কৌশল যুগ -যুগ ধরে চলে অাশছে অার ছকের যে খলনায়ক সেই প্রতাারক। অামার মা বলতেন
"দুষ্ট লোকের মিষ্টি কথা এমনি অাশে কাছে, কতদিবা কতনিবা প্রানে মারে শেষে।" মুলত এটি প্রবাদ বাক্য বা প্রচলিত একটি কথা।
তবে সত্য এই যে প্রতারক মিষ্টি কথা বলে হিপনোটিজম করে অাপনার মনের ভিতর স্থান করে নেয়ার কৌশল।
কখন-কখনো ধর্মীয় লেবাস ধারণ করে প্রতারক প্রতারনার জালিয়াতি করে থাকে যেমন কিছুদিন আগে ভারতে একজন ভন্ড গুরু " রাম রহিম " এর কথা সবার কমবেশি জানা অাছে। প্রতারক অাপনার খুব কাছে থাকে অাপনি বেশী বিস্বাস করলে একটু বেশী প্রতারিত ভয় তো থাকবেই।
অামরা সজাগ হই প্রতারনা তথা প্রতারকে প্রতিহত করার জন্য অাপনার সচেতনতা ই যথেষ্ট।
প্রতারনা মানুষ কে বিভিন্ন কলা-কৌশলে প্রলুব্ধ করার এক বিশেষ কৌশল, অল্প বুদ্ধির, সল্প অায়ের মানুষকে বলির পাঠা বানানোর জন্য এ কৌশল যুগ -যুগ ধরে চলে অাশছে অার ছকের যে খলনায়ক সেই প্রতাারক। অামার মা বলতেন
"দুষ্ট লোকের মিষ্টি কথা এমনি অাশে কাছে, কতদিবা কতনিবা প্রানে মারে শেষে।" মুলত এটি প্রবাদ বাক্য বা প্রচলিত একটি কথা।
তবে সত্য এই যে প্রতারক মিষ্টি কথা বলে হিপনোটিজম করে অাপনার মনের ভিতর স্থান করে নেয়ার কৌশল।
কখন-কখনো ধর্মীয় লেবাস ধারণ করে প্রতারক প্রতারনার জালিয়াতি করে থাকে যেমন কিছুদিন আগে ভারতে একজন ভন্ড গুরু " রাম রহিম " এর কথা সবার কমবেশি জানা অাছে। প্রতারক অাপনার খুব কাছে থাকে অাপনি বেশী বিস্বাস করলে একটু বেশী প্রতারিত ভয় তো থাকবেই।
অামরা সজাগ হই প্রতারনা তথা প্রতারকে প্রতিহত করার জন্য অাপনার সচেতনতা ই যথেষ্ট।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন