অবাক কান্ড জেলার নাম বাংলাদেশ....!

 জেলার নাম বাংলাদেশ






ইউরোপে এমন একটি জেলা রয়েছে যার নাম বাংলাদেশ। শুনতে অবাক লাগলেও আর্মেনিয়ার ওই জেলাকে সবাই এই নামেই চেনেন। তবে এটির প্রাতিষ্ঠানিক নাম ‘মালাতিয়া সেবাস্তিয়া’।

এই জেলাটির বাংলাদেশ নামকরণের কারণ সঠিকভাবে জানা যায়নি। তবে ধারনা করা হয় ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আর্মেনিয়ানরা এই জায়গাটিতে নামকরণ করেন বাংলাদেশ। আর সেই সময় থেকেই এই জায়গার নাম বাংলাদেশ হিসেবেই পরিচিত।

আবার এটিও ধারনা করা হয় বাংলাদেশের ঢাকার আর্মানিটোলার ইতিহাসের সাথেও এর নামকরণের কারণের যোগাযোগ থাকতে পারে। কারণ আর্মানিটোলার নামকরণ আর্মেনিয়ানদের কারণেই করা হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সিরকা বা ভিনেগার কি.. এর উপকারিতা কি...?

Jarda Recipe