সাফল্য লাভের রহস্য কি...?


এক তরুন সক্রেটিসকে
জিজ্ঞাসা করেছিলো, সাফল্য লাভের রহস্য কি?
সক্রেটিস তাকে পরের দিন নদীর ধারে দেখা
করতে বললেন। দেখা হবার পর দুজনে জলের
দিকে এগোতে লাগলেন এবং একগলা জলে
যেয়ে দাঁড়ালেন। হঠাৎ কিছু না বলে সক্রেটিস
ছেলেটির ঘাড় ধরে জলের মধ্যে ডুবিয়ে
দিলেন । ছেলেটি জলের উপর মাথা তুলবার যতই
চেস্টা করে সক্রেটিস ততই তাকে শক্ত হাতে
জলের নিচে ডুবিয়ে রাখলেন। বাতাসের অভাবে
নীল হয়ে গেলো ছেলেটির মুখ। সক্রেটিস
তখন তার মাথাটি জলের উপর তুললেন । ছেলেটি
হাঁসফাঁস করে বুক ভরে নিঃশ্বাস নিলো। সক্রেটিস
জিজ্ঞেস করলেন, ''যতক্ষণ জলের নীচে
ছিলে ততক্ষণ তুমি সবচেয়ে আকুলভাবে কি
চাইছিলে?? '' ছেলেটি জবাব দিলো 'বাতাস'।
সক্রেটিস বললেন, ''এটিই সাফল্যের রহস্য। তুমি
যেভাবে বাতাস চাইছিলে সেইভাবে যখন সাফল্য
চাইবে তখন তুমি সাফল্য পাবে। সাফল্যের
কোনো গূঢ় রহস্য নেই।''
সাফল্যের চালিকাশক্তি আসে সিদ্ধিলাভের জলন্ত
আকাঙ্খা থেকে । নেপোলিয়ান বলেছিলেন, ''
মানুষের মন যা কল্পনা করে এবং বিশ্বাস করে, মানুষ
তা অর্জন করতেও পারে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অাগরা শাক মানুষের জন্য ক্ষতিকর .....!

Mia Khalifa মিয়া খলিফা sex সমাচার

থানকুনি পাতার স্বাস্থ্য উপকারিতা কি....?