মিয়া খলিফার বাগদানের খবর.....



বাগদানের বর্ণনা দিয়ে মিয়া জানিয়েছেন, বালিশের নিচে সুন্দর হীরার আংটি লুকিয়ে রেখেছিলেন রবার্ট। সেই আংটি দেখার পর বিস্মিত হন মিয়া। গত ১৪ মার্চ যুক্তরাষ্ট্রের শিকাগোর এক রেস্তোরাঁয় ডিনার ডেটের আয়োজন করেন রবার্ট। সেখানেই আনুষ্ঠানিকভাবে মিয়াকে প্রস্তাব দেন তিনি। আর কোনো দ্বিধা ছাড়াই ‘হ্যাঁ’ বলে দেন মিয়া খলিফা। আংটি বদলের উচ্ছ্বসিত দুজনের ছবি শেয়ার করেছেন রবার্ট। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘একটি নিখুঁত রাত।’


প্রেমিক রবার্ট স্যান্ডবার্গের সঙ্গে আংটি বদল করেছেন মিয়া খলিফা। ছবি: সংগৃহীত
পর্ন দুনিয়া থেকে বিদায় নিয়েই নিজেকে বদলে নেন মিয়া খলিফা। শুরু করেন নতুন এক জীবন। সেই জীবনের অংশ হিসেবেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।




কলাবিদ্যায় পড়েছেন মিয়া খলিফা। যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক করেন তিনি। স্নাতক শেষে তিনি একটি ফাস্টফুড রেস্তোরাঁয় কাজ শুরু করেন। সেখানেই এক ক্রেতা তাকে পর্ন দুনিয়ায় যাওয়ার প্রস্তাব দেন। তবে খুব অল্প সময় সেখানে কাজ করেছেন তিনি। তবুও চার বছর আগে এক নম্বর আকর্ষণীয় ব্যক্তির তালিকায় মিয়া খলিফার নাম উঠেছিল।


সূত্র: মেট্রো

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অাগরা শাক মানুষের জন্য ক্ষতিকর .....!

Mia Khalifa মিয়া খলিফা sex সমাচার

থানকুনি পাতার স্বাস্থ্য উপকারিতা কি....?