মেয়াদোত্তীর্ণ তেল মানে পঁচা বা নষ্ট হয়েছে তা কিন্তু নয়....!
মেয়াদোত্তীর্ণ তেল মানে পঁচা বা নষ্ট হয়ে গেছে তা কিন্তু নয়।মেয়াদোত্তীর্ণ তেল মানে দীর্ঘদিন তেল থাকলে অক্সিডাইস হয় রেনসিডিটি বেড়ে যায়, এর ফলে তেলের এসিড ভ্যালু পার অক্সাইড ভ্যালু বেড়ে যায়। এই তেলকে পুনরায় রিফাইন করে কোয়ালিটি মেন্টেইন করে যা B.S.T.I নিয়ম মেন্টেইন করে করাহয়, এরফলে তেলের গুনাগুন ঠিক থাকে। কোন কোম্পানি মেয়াদোত্তীর্ণ তেল ফেলেদেয়না পুনরায় রিফ্রেশ করে কোয়ালিটি মেন্টেইন করে। পুষ্টি তেল বর্তমানে বাংলাদেশের ভাল অবস্থানে আছে যার ফলে কোম্পানির ইমেজ নষ্ট করার জন্য কিছু তেল কোম্পানিগুলো অপপ্রচারে সামিল হয়ে অাছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন