ছাদে বাগানের কথা....

 ছাদে বাগান করা নতুন না হলেও এটি অনেকের কাছে খুবই জনপ্রিয় একটি সখের নাম ।







 ছাদে পলিথিন বিছিয়ে তারপরে মাটি বিছিয়ে , ড্রাম কেটে মাটি ভরে, অথবা টব দিয়ে সাজিয়ে দিন গোটা জায়গা। বাগানের সৌন্দর্য বাড়াতে বিভিন্ন ডিজাইন ও রঙের টবের জুড়ি নেই। সবুজের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে লাল, নীলের মতো গাঢ় রঙের টব বাছাই করুন। তবে গাছের ধরন অনুযায়ী টব, ড্রাম, পট কিংবা কনটেইনার বাছাই করতে হবে। ফলের গাছের জন্য বড় ড্রাম কিংবা কনটেইনার যেমন জুতসই, তেমনি ফুল বা সবজি টবেই মানানসই। তবে যে ধরনের পাত্রই বাছাই করুন না কেন, তার তলায় কিছু খোয়া দিলে ভালো, তাহলে পানি নিষ্কাশন ও বাতাস চলাচল সহজ হয়ে থাকে। না হয় বাগান করার শখ শিকেয় তুলতে হবে। আর ছাদে বাগানের জন্য সূর্যের আলো কিংবা গরম সহ্য করতে পারে— এমন  প্রজাতির দ্রুত বর্ধনশীল গাছ বাছাই করা ভালো হয়। বাগানের মাঝখানে বসার জন্যএকটি চেয়ার অার সম্ভব হলে ঘুমাতে পারেন এমন একটি বিছানার ব্যবস্থা করতে পারেন ।






 বাগানের একপাশে সোফা কিংবা দোলনা বসাতে পারেন। সেখানে বসে প্রিয়জনের সঙ্গে চা কিংবা কফি খেয়ে কাটিয়ে দিতে পারেন সন্ধ্যার পুরোটা সময়। সবুজের মাঝে হারিয়ে যান  জীবনের কিছুটা সময়  । এমন সুন্দর মনরম পরিবেশের সবুজের  বাগান যার অাছে সে কিছুতেই অসুখি নয়।
#bloggermonju___post

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Mia Khalifa মিয়া খলিফা sex সমাচার

সিরকা বা ভিনেগার কি.. এর উপকারিতা কি...?

অাগরা শাক মানুষের জন্য ক্ষতিকর .....!