মজাই যখন জেলার কারন হয়েছে...!

বিস্কুটের মধ্যে টুথপেস্ট দিয়ে খেতে দিয়েছিলেন স্প্যানিশ ইউটিউবার কাংহুয়া রেন।







 এরূপ অমানবিক আচরণের জন্য তাকে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
এছাড়া গৃহহীন ওই প্রবীণকে ২০০০০ ইউরো প্রদান করতে অভিযুক্ত ইউটিউবারকে আদালত নির্দেশ দিয়েছেন। খবর বিবিসি'র।

খবরে বলা হয়, গৃহহীন ওই ব্যক্তিকে টুথপেস্ট ভরা ওরিও বিস্কুট খেতে দিয়েছিলেন ওই স্প্যানিশ ইউটিউবার। বিস্কুট মনে করে তা খেয়ে অসুস্থ হয়ে তিনি বমি করা শুরু করেন। আর এ ঘটনার গোপনে ধারণ করা ভিডিও ইউটিউবে দেয়ার পর রেনের উপরে নিন্দার ঝড় শুরু হয়। পরে নিন্দার মুখে পড়ে রেন ওই ভিডিও ডিলিট করে দেন। এছাড়া ওই ব্যক্তিকে রেন প্রথমে ২০ ইউরো ও পরবর্তীতে ৩০০ ইউরো অফার করেন যাতে তিনি কোনো আইনি পদক্ষেপ না নেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সিরকা বা ভিনেগার কি.. এর উপকারিতা কি...?

Mia Khalifa মিয়া খলিফা sex সমাচার

ত্রিফলার উপকার কি...?