পর্নোগ্রাফি দেখছেন এর পরিনতি কি জানেন কি.....?

অনেকেই জনপ্রিয় পর্নোগ্রাফি সাইট ঘেটে থাকেন এর ফলে হতে পারে সমূহ বিপদ গুলো





, এছাড়া অামরা অনেকে কৌতুহল বসে হোক বা সখের বসে হোক দেখে থাকি গুগল প্লে স্টোরে পাওয়া যায় ১০০-রও উপর পর্নোগ্রাফিক অ্যাপ। বিশেষজ্ঞরা বলছেন, ওই পর্ন অ্যাপগুলির মধ্যে 'ছদ্মবেশে' লুকিয়ে আছে বিভিন্ন ধরনের ম্যালওয়ার। এই ম্যালওয়ারগুলির মাধ্যমেই হ্যাকাররা আপনার ফোন থেকে ডেটা চুরি করে নিতে পারে। এমনকী আপনার ফোন থেকে টাকাও চুরি করে নিতে পারে তারা। এধরনের হ্যাকিং অ্যাপগুলিকে বলা হয় 'লক স্ক্রিন অ্যাপ'।









 হ্যাকাররা পর্নের আড়ালে এধরনের অ্যাপগুলিকে ছড়িয়ে দিচ্ছে মানুষের মধ্যে। তাহলে বুঝতেই পারছেন? স্মার্টফোনে পর্ন দেখা কতটা ক্ষতিকর। কীভাবে আপনার তথ্য চুরি হয়ে যেতে পারে। তাই ভাল থাকুন এসকল পর্নোগ্রাফি সাইট এড়িয়ে চলুন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Mia Khalifa adult film star.....

সিরকা বা ভিনেগার কি.. এর উপকারিতা কি...?