লিওনেল মেসি ইডুকেশন’ লিখে সার্চ করলেই আসছে লিওনেল মেসি স্টাডি ইন এ প্রাইমারী স্কুল অব বাংলাদেশ।

এটা কারো মনগড়া কথা নয়। জনপ্রিয় সার্চইঞ্জিন গুগলই বলছে এমন কথা। সেখানে গিয়ে ‘লিওনেল মেসি ইডুকেশন’ লিখে সার্চ করলেই আসছে লিওনেল মেসি স্টাডি ইন এ প্রাইমারী স্কুল অব বাংলাদেশ।

তবে এ ঘটনা নিশ্চয়ই সত্য নয়। কেননা মাত্র ১৩ বছর বয়সে আর্জেন্টিনা ছেড়ে স্পেনের বার্সেলোনায় পাড়ি জমিয়েছিলেন এই তারকা ফুটবলার। তার আগে নিজের জন্মস্থান রোজারিওর হেরাস ফর এলিমেনটারি স্কুলে প্রাথমিক পড়াশুনা শেষ করেন তিনি। ধারণা করা হচ্ছে হ্যাকারদের দ্বারাই প্রভাবিত হয়ে এমন ফলাফল দেখাচ্ছে গুগল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অাগরা শাক মানুষের জন্য ক্ষতিকর .....!

Mia Khalifa মিয়া খলিফা sex সমাচার

থানকুনি পাতার স্বাস্থ্য উপকারিতা কি....?