মেদ ভুঁড়ি সমাধানের উপায় কি...?

মেদ নিয়ে মানুষের চিন্তার শেষে নেই...!





মানুষের শরীরে সব থেকে তাড়াতাড়ি মেদ জমে  পেটে। পেটের নানা অঙ্গের চারিপাশে এই ‘ফ্যাট’ জমে, যার থেকে বিভিন্ন রোগের সৃষ্টি হয়। ডায়াবেটিস, হার্টের সমস্যা, রক্তচাপের মতো রোগের সূত্র পেটের এই মেদ থেকেই। যাকে সাধারণ ভাবে বলা হয় ‘বেলি ফ্যাট’।
শুধু খাওয়া-দাওয়াই নয়, ‘বেলি ফ্যাট’ হতে পারে আরও নানা কারণে। একনজরে দেখে নেয়া যাক-
১. দিন ভর ঘোরাফেরা করে, অনেক সময় কাজের ফাঁকে কিছু-না-কিছু খাওয়া হয়। কিন্তু এই খাবারগুলি মুখরোচক স্ন্যাক্স হলেই গন্ডোগোল। ফাস্ট ফুড খেতে ভাল হলেও স্বাস্থ্যের জন্য একেবারেই ঠিক নয়। এর বদলে আপনি যদি ফল বা স্যালাড খাওয়া যায়, এতে করে বেশ উপকার হবে।
২. নিয়মিত দই খাওয়ার অভ্যাস করুন আপনি। কেননা, এতে যে ‘গুড ব্যাক্টেরিয়া’ থাকে, তা আপনার হজমে খুবই সাহায্য করে। ফলে পেটে মেদ বাড়ার কোনো সুযোগ নেই।
৩. পিপাশা পেলে অনেকেই সফট ড্রিঙ্কস পান করে থাকেন। এতে অধিক ক্যালোরি রয়েছে যা কিনা শরীরে মেদ বাড়িয়ে দেয়।
৪. করনেল ইউনিভারসিটির বিশেষজ্ঞদের মতে, নেগেটিভ ইমোশান থাকলে বেশি খাওয়ার প্রবণতা হয়। যা শরীরে পক্ষে খুবই ক্ষতিকারক।
৫. চিকন হতে গিয়ে অনেকেই খাওয়া-দাওয়া অনেকখানি কমিয়ে দেয়। এ বিষয়ে চিকিৎসকদের মতে, খাবার-দাবারের পরিমাণ কমালে সমস্যা নেই। তবে বেশিক্ষণ না খেয়ে থাকলেও পেটে মেদ জমে।
৬. অফিস কিংবা বাসায় অথবা অন্য কোনো কাজ করার সময় এক ভাবে অনেক সময় ধরে বসে থাকলেও পেটের চর্বি বেড়ে যায়। এ ব্যাপারে বিশেষজ্ঞদের মতে, প্রতি এক-দেড় ঘণ্টা অন্তর অন্তর নিজের সিট থেকে উঠে খানিক হাঁটাচলা করা উচিত।







সূত্র: বিডি২৪লাইভ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অাগরা শাক মানুষের জন্য ক্ষতিকর .....!

Mia Khalifa মিয়া খলিফা sex সমাচার

থানকুনি পাতার স্বাস্থ্য উপকারিতা কি....?