ইদুর নিয়ে কিছু কথা.....

“ইদুর” আমাদের অতি পরিচিত একটি প্রাণী ।








 আমরা প্রায় অনেক সময়ই আমাদের বাড়িতে এই ছোট্ট প্রাণীটিকে দেখতে পাই। এই ইদুরের প্রজনন হার অনেক বেশি যে প্রতি ২১দিন পর-পর ইদুর গর্ভোবতি হয়, ইদুর কখনো বিকলঙ্গ ছানা বাঁচতে দেয়না তা জন্মের পরে নিজেই খেয়ে ফেলে দেয়। মাত্র ২টি ইদুর ১৮ মাসে ১০ লাখ পর্যন্ত আত্মীয়-স্বজন বানিয়ে ফেলতে সক্ষম...! ইদুরের রোগ প্রতিরোধ খমতা চরম যা অাপনি চিন্তা করতে পারবেন-না।অার জানেন-ই-তো নুহু-নবির চিসতিতেও এই- ইঁদুরের উপদ্রব ছিলো। ইদুরের দাঁত সুলায় অার কোন কিছু না কাটলে তা হাতির দাঁতের মত দুই পাশে বেরিয়ে যেত।






 হয়তো কেয়ামত পর্যন্ত কোনো প্রাণী বিলিন হলেও ইদুর বিলিন হবেনা নিশ্চিত থাকতে পারেন......!!!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অাগরা শাক মানুষের জন্য ক্ষতিকর .....!

Mia Khalifa মিয়া খলিফা sex সমাচার

থানকুনি পাতার স্বাস্থ্য উপকারিতা কি....?