বিনা টাকায় ব্যবসা করুন ...!
বিনা টাকায় ব্যবসা করুন....!!! (টিউটোরিয়াল)
অনেকে হয়তো অামাকে "পাগল " ভাবতে পারেন। বিনা টাকায় অাবার ব্যবসা হয় নাকি...? হয়...! তবে চলুন কথা না বাড়িয়ে মূল কথায়। এজন্য অাপনার দরকার হবে একটি ফেজবুক পেজের। ধরুন অাপনি বেকার অাপনার মুলধন নাই তাই বলে হাত গুটিয়ে বসে থাকলে কি চলবে ? অাপনার পরিচিত একজন নিশ্চয়ই অাছে যে ইন্ডিয়া বা পাকিস্থান অথবা চায়না থেকে কোন প্রকার প্রডাক্ট এনে সেল করে কোন শোরুম অথবা দোকানে।(না থাকলে সমস্যা নাই) অাপনার এলাকায় ড্রেস (ছেলে /মেয়ে) দের জন্য কাপড়ের সোরুম অাছে নিশ্চয়ই । তাদের সাথে কথা বলুন যে অামি অাপনাদের কাছ থেকে কিছু পন্য নিয়ে সেলস করতে চাই পাইকারী মূল্যে।
কিছু ভালো ড্রেস (ছেলে /মেয়েদের) পোশাক এর ছবি তুলে নিন। অাপনার ফেজবুক পেজে সুন্দর ছবিটি অাপলোড দিন সাথে সুন্দর দুই তিন লাইন লিখে দিবেন গুনগান। অারো ভালো হয় ছোট্ট ভিডিও দিলে ড্রেসটির সম্পর্কে। এবার বন্ধু বান্ধব ফেজবুক ফ্রেন্ড কে উৎসাহিত করুন পেজে লাইক দিতে। দুই একটা পজিটিভ কামান্স দিন যেমন" wow" Nice, ইত্যাদি। অাপনাকে মূল্য নির্বাচন করতে অনেক সতর্ক থাকতে হবে কারন কাস্টমার কে বোকা মনে করবেন না সে যানে এটির বাজার মূল্য কতো। যেহেতু অাপনার কোন শোরুম নেই বারতি কোন খরচ নাই তাই সবসময় অল্প টাকায় বিক্রি করতে চেষ্টা করুন। ধরুন একটি জিনস প্যান্টের পাইকারী মূল্য ৩৫০/- বা ৪০০/- এটি একটি শোরুমে বিক্রি মূল্য ৭০০/- বা ৮০০/- টাকা হবে। যেহেতু অাপনার অাইডিয়া নতুন অাপনি এটি ৫০০/- টাকায় বিক্রি করুন। প্রথমে ব্যবসাটি বন্ধু মহলে পাড়ায় মহল্লার ভিতরে ও অাত্তিয় স্বজনের মধ্যে শুরু করুন। এবার অর্ডার পেলে শোরুমে গিয়ে পাইকারী মূল্যে পন্য এনে কাস্টমার কে দিন ধরুন অাপনার সে বন্ধু তাকে দিয়েই শুরু করুন।(অনেকে নাক ছিটকাবে ঠাট্টা করবে অাপনি চালিয়ে যান) অালিবাবা. ডটকম এরকমই ছোট্ট পরিসরে নানাবিধ ঝামেলার মধ্যেই শুরু হয়েছিল অাজ তিনি পৃথিবীর ২৯ নম্বর ধনী লোক। তাকে প্রডাক্ট সম্পর্কে একটি ছবি তুলে ভালো রিভিউ দিতে বলুন। এবার অাপনার শহরে এটি প্রচারিত করুন ধরুন অাপনি Barishal থাকেন অাপনি লিখুন বরিশাল সদরে ডেলিভারিতে চার্জ ২০ টাকা। এর পরে দুই একটা অর্ডার পেলে নিজেই ডেলিভারিতে নেমে পরুন। এভাবে মাস ৪/৫ করুন। এভাবে ভালো করলে অাশপাশে অনেকেই দেখবেন কুটির শিল্প ধরনের কাজ করে বিভিন্ন পুতির পারস,সোপিচ,ড্রেস, নকশিকাঁথা, এদের সাথে চুক্তি করুন। বেস পরিচিতি এখন অাপনার এবার চলুন সারাদেশে বিস্তৃত এলাকায় ব্যবসা সম্প্রসারণ করতে। ডেলিভারিতে কুরিয়ার সাপ্লাই করতে সুন্দরবন/এস.এ পরিবহনের সাথে চুক্তি করুন। ক্যাস-অন ডেলিভারিতে সারা বেশী পাবেন যেন কাস্টমার পন্য হাতে পেয়ে টাকা দেয়। এখন অার অাপনি বেকার নন অাপনার একটা পরিচিতি হয়েগেছে। অাপনি বিনা পুজিতে একজন ব্যবসাই।
(লেখাটি অামার নিজের তাই কপিরাইট লঙ্ঘন শাস্তিযোগ্য writer /blogger monju )
#bloggermonju
অনেকে হয়তো অামাকে "পাগল " ভাবতে পারেন। বিনা টাকায় অাবার ব্যবসা হয় নাকি...? হয়...! তবে চলুন কথা না বাড়িয়ে মূল কথায়। এজন্য অাপনার দরকার হবে একটি ফেজবুক পেজের। ধরুন অাপনি বেকার অাপনার মুলধন নাই তাই বলে হাত গুটিয়ে বসে থাকলে কি চলবে ? অাপনার পরিচিত একজন নিশ্চয়ই অাছে যে ইন্ডিয়া বা পাকিস্থান অথবা চায়না থেকে কোন প্রকার প্রডাক্ট এনে সেল করে কোন শোরুম অথবা দোকানে।(না থাকলে সমস্যা নাই) অাপনার এলাকায় ড্রেস (ছেলে /মেয়ে) দের জন্য কাপড়ের সোরুম অাছে নিশ্চয়ই । তাদের সাথে কথা বলুন যে অামি অাপনাদের কাছ থেকে কিছু পন্য নিয়ে সেলস করতে চাই পাইকারী মূল্যে।
কিছু ভালো ড্রেস (ছেলে /মেয়েদের) পোশাক এর ছবি তুলে নিন। অাপনার ফেজবুক পেজে সুন্দর ছবিটি অাপলোড দিন সাথে সুন্দর দুই তিন লাইন লিখে দিবেন গুনগান। অারো ভালো হয় ছোট্ট ভিডিও দিলে ড্রেসটির সম্পর্কে। এবার বন্ধু বান্ধব ফেজবুক ফ্রেন্ড কে উৎসাহিত করুন পেজে লাইক দিতে। দুই একটা পজিটিভ কামান্স দিন যেমন" wow" Nice, ইত্যাদি। অাপনাকে মূল্য নির্বাচন করতে অনেক সতর্ক থাকতে হবে কারন কাস্টমার কে বোকা মনে করবেন না সে যানে এটির বাজার মূল্য কতো। যেহেতু অাপনার কোন শোরুম নেই বারতি কোন খরচ নাই তাই সবসময় অল্প টাকায় বিক্রি করতে চেষ্টা করুন। ধরুন একটি জিনস প্যান্টের পাইকারী মূল্য ৩৫০/- বা ৪০০/- এটি একটি শোরুমে বিক্রি মূল্য ৭০০/- বা ৮০০/- টাকা হবে। যেহেতু অাপনার অাইডিয়া নতুন অাপনি এটি ৫০০/- টাকায় বিক্রি করুন। প্রথমে ব্যবসাটি বন্ধু মহলে পাড়ায় মহল্লার ভিতরে ও অাত্তিয় স্বজনের মধ্যে শুরু করুন। এবার অর্ডার পেলে শোরুমে গিয়ে পাইকারী মূল্যে পন্য এনে কাস্টমার কে দিন ধরুন অাপনার সে বন্ধু তাকে দিয়েই শুরু করুন।(অনেকে নাক ছিটকাবে ঠাট্টা করবে অাপনি চালিয়ে যান) অালিবাবা. ডটকম এরকমই ছোট্ট পরিসরে নানাবিধ ঝামেলার মধ্যেই শুরু হয়েছিল অাজ তিনি পৃথিবীর ২৯ নম্বর ধনী লোক। তাকে প্রডাক্ট সম্পর্কে একটি ছবি তুলে ভালো রিভিউ দিতে বলুন। এবার অাপনার শহরে এটি প্রচারিত করুন ধরুন অাপনি Barishal থাকেন অাপনি লিখুন বরিশাল সদরে ডেলিভারিতে চার্জ ২০ টাকা। এর পরে দুই একটা অর্ডার পেলে নিজেই ডেলিভারিতে নেমে পরুন। এভাবে মাস ৪/৫ করুন। এভাবে ভালো করলে অাশপাশে অনেকেই দেখবেন কুটির শিল্প ধরনের কাজ করে বিভিন্ন পুতির পারস,সোপিচ,ড্রেস, নকশিকাঁথা, এদের সাথে চুক্তি করুন। বেস পরিচিতি এখন অাপনার এবার চলুন সারাদেশে বিস্তৃত এলাকায় ব্যবসা সম্প্রসারণ করতে। ডেলিভারিতে কুরিয়ার সাপ্লাই করতে সুন্দরবন/এস.এ পরিবহনের সাথে চুক্তি করুন। ক্যাস-অন ডেলিভারিতে সারা বেশী পাবেন যেন কাস্টমার পন্য হাতে পেয়ে টাকা দেয়। এখন অার অাপনি বেকার নন অাপনার একটা পরিচিতি হয়েগেছে। অাপনি বিনা পুজিতে একজন ব্যবসাই।
(লেখাটি অামার নিজের তাই কপিরাইট লঙ্ঘন শাস্তিযোগ্য writer /blogger monju )
#bloggermonju
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন