অনলাইনে ইনকাম করতে সহজ ও সঠিক পরামর্শ....!






অনলাইন টাকা ইনকাম করার সহজ উপায় খুঁজছেন...? তাহলে ইউটিউব থেকে আয় করার পদ্ধতি আপনার জন্য সবছে সহজ এবং হোতে পারে। আজ, দেশ বিদেশে অনেক হাজার YouTuber রয়েছেন, কেবল নিজের YouTube চ্যানেল থেকে এতো টাকা উপার্জন করছেন যে তাদের অন্য কোনো কাজ বা চাকরি করার কোনো প্রয়োজন হচ্ছেনা। আর, তাছাড়া এই YouTuber গুলি নিজেদের YouTube channel কেই business হিসেবে চলিয়ে মাসে হাজার হাজার টাকা আয় করছেন। অনেকে তো প্রতি মাশে লক্ষ লক্ষ টাকা অব্দি ইনকাম করছে। বর্তমানে দেশে সিনামার চেয়ে অাপনি You Tuber হয়ে ভালো ইনকাম করতে পারেন ১০০%সত্য ।
YouTube channel দিয়ে “কিভাবে ইউটিউব থেকে টাকা উপার্জন করবেন” এই ধারণা নিয়ে আছেন, তাহলে তার জবাব বা সমাধান আমার কাছে আছে। এখানে আমি আপনাদের ইউটিউব থেকে আয় করার সহজ উপায় একেবারে সহজ ভাবে বুঝিয়ে দেব।
YouTube থেকে আয় করার পদ্ধতি এমনিতে অনেক সহজ। এই বিষয় অাপনি যদি কিছুই না জানেন তাহলে আপনার শুরুতে অসুবিধা হতে পারে। তাই, আমি আপনাকে ইউটিউব থেকে আয় করার জন্য কি কি বিষয় প্রয়োজন হবে এবং কিভাবে নিজের YouTube চ্যানেল business স্টার্ট করবেন তা শিখিয়ে দেব।

কিভাবে ইউটিউব থেকে আয় করবেন ?
ইউটিউব থেকে কত টাকা আয় করা যায় ?
ইউটিউব কিভাবে টাকা দেয় বা ইউটুবে কামানো টাকা কিভাবে তুলবেন ?

YouTube থেকে টাকা আয় করার একমাত্র উপায় হলো, “নিজের YouTube একাউন্ট বা চ্যানেলে video upload করে”। নিজের ইউটিউব চ্যানেল বানিয়ে তাতে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন। আর, কেবল এক দুই টাকা নয় লক্ষ লক্ষ টাকা ইনকাম।
YouTube আসলে এমন একটি ওয়েবসাইট যেখানে সব রকমের Videos পাবেন।কিন্তু, কথা হলো যে YouTube ওয়েবসাইটে এই video গুলি কারা দেন। কোথাথেকে এতো লক্ষ লক্ষ ভিডিও YouTube এ আসে। এর জবাব হলো, আপনার আর আমার মতো লোকেরা ইউটুবে ভিডিও আপলোড করার জন্য এই লক্ষ লক্ষ video আমরা YouTube ওয়েবসাইট এ গিয়ে দেখতে পারি।
এখন কথা হলো, লোকেরা নিজের সময় নষ্ট করে কেন ভিডিও বানিয়ে বানিয়ে ইউটুবে দেন ? তাদের লাভ কি হয় ? ভাবছেন তো ?
YouTube channel বানিয়ে ভিডিও আপলোড করছেন তারা এমনেই এতো কষ্ট করছেনা। তারা নিজের আপলোড করা প্রতি ভিডিও থেকে taka income করেন।
আসলে, YouTube এর এমন একটা প্রক্রিয়া আছে জাকে “Monetization” বলা হয়। আর, এই monetization প্রক্রিয়াটা চালু করার পর নিজের আপলোড করা ভিডিও থেকে আয় করতে পারবেন।
আসলে, monetization প্রক্রিয়া চালু করার পর, আপনার আপলোড করা video তে YouTube এবং Google Adsense এর তরফ থেকে কিছু বিজ্ঞাপন (advertisement) দেখানো হয়। এই বিজ্ঞাপন ভিডিও শুরু হবার আগে দেখানো হয়। তাছাড়া, আজকাল ভিডিওর মাঝে মাঝেও বিজ্ঞাপন দেখানো হয়। আর, যত বার লোকেরা আপনার video দেখবে তাতে যতবার বিজ্ঞাপন দেখানো হবে ওই হিসাবে আপনার Google adsense account এ টাকা জমা হতে থাকবে।
আর, আপনার YouTube video থেকে আয় করা টাকা Google Adsense থেকে নিজের ব্যাঙ্ক একাউন্টে তুলে নিতে পারবেন।
Google adsense গুগল এবং YouTube এর একটি সেক্টর । গুগল এডসেন্স ব্লগার এবং ইউটিউবার দেড় নিজের ব্লগ বা YouTube video তে বিজ্ঞাপন লাগিয়ে টাকা আয় করার সুযোগ দেয়। গুগল এডসেন্স এর দ্বারা লোকেরা এতটা টাকা আয় করছেন যে আপনি ভাবতে ও পারবেননা। আপনার ধারণার বাইরে ইউটুবে monetization চালু করে নিজের এডসেন্স একাউন্ট সেখানথেকে বানিয়ে নিতে পারবেন।
চলেন এখন আমরা step by step জেনে নেই YouTube চ্যানেল বানিয়ে আমরা কিভাবে টাকা আয় করতে পারবো..?
এটা সত্যি যে YouTube এর দ্বারা video আপলোড কোরে আপনি টাকা আয় করতে পারবেন। কিন্তু, তা তখনি সম্ভব যখন আপনি প্রথমে নিজের YouTube চ্যানেলটি বানাবেন এবং সেট করবেন। চ্যানেল বানানোর থেকে টাকা ইনকাম করতে হলে অন্য কারো ভিডিও চুরি করবেন না। মানুষ টাকা নষ্ট করে অাপনার ভিডিও দেখবেন তাই ক্রিয়েটিভ
চিন্তা মাথায় রাখতে হবে। যেকোনো মতামত চাইলে কমান্সে লিখতে পারেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অাগরা শাক মানুষের জন্য ক্ষতিকর .....!

থানকুনি পাতার স্বাস্থ্য উপকারিতা কি....?

Mia Khalifa মিয়া খলিফা sex সমাচার