এ মৃত্যু অনাকাঙ্ক্ষিত.....!

রয়েল টাইগার এনার্জি ড্রিংক কোম্পানির এস,অার মোঃ অালি অাকবর সড়ক দুর্ঘটনায় মারাগেছেন।অামার জানামতে সে  কর্মরত অবস্থায় ডেলিভারিতে ছিলো এবং  ১১/৮/১৯ এদের কালকে কাজের পরে ছুটি হবে। উল্লেখ সাথে ড্রাইভার
গুরুতর আহত চিকিৎসাদিন অাছে। অামার জানামতে বাংলাদেশে রয়েল টাইগর এনার্জি ড্রিংক সুনামের সাথে মার্কেট করলেও একমাত্র বরিশালে এরা এস,অার দের ডি, এ, অার হিসেবে ডেলিভারিতে  বা রেডিসেলসে্ ব্যাবহার করে অাসছে দীর্ঘদিন থেকে। অামি একজন কোম্পানির সেলস্ রিপ্রেজেন্টেটিভ হিসেবে এই হিনো লো মানসিকতাকে তিব্র  নিন্দা জানাচ্ছি। কোম্পানির একজন এস,অার প্রোফাইল কোম্পানির সিনিয়র লিডিং অফিসার না জানাটা গ্রহনযোগ্য নয়, রয়েল টাইগার এনার্জি ড্রিংক   অাবডেট কতটুকু যুক্তিসম্মত নয় কি...?
অাগামি দিনগুলোতে অাশাকরি এসকল ভুল থেকে শিক্ষা নিতে পারেন রয়েল টাইগার এনার্জি ড্রিংক।
#bloggermonju

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অাগরা শাক মানুষের জন্য ক্ষতিকর .....!

Mia Khalifa মিয়া খলিফা sex সমাচার

থানকুনি পাতার স্বাস্থ্য উপকারিতা কি....?