কাশা, পিতল, তামা বাংলাদেশের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে....!
কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে তামা, কাঁশা,পিতলের শিল্প সম্প্রদায়ের ঐতিহ্য...!
১৯৪২ সালে বৃটিশ সরকার আয়োজিত বার্মিংহাম হস্তশিল্প প্রর্দশনীতে বিশ্বের সেরা হস্তশিল্পের খ্যাতি অর্জন করে এ শিল্পটি। ওই প্রর্দশনীতে কাঁসা কর্মকারদের কাঁসাশিল্পী উপাধি দেয়া হয়। প্রর্দশনীতে জগৎ চন্দ্র কর্মকার নামের এক কাঁসাশিল্পী স্বর্ণপদক লাভ করেছিল। এতে ইসলামপুর কাঁসাশিল্পের বিশ্বদরবারে ব্যাপক প্রসার ঘটে। ওই সময় বিয়ে বা যে কোন অনুষ্ঠানে কাঁসার বাসনই ছিল প্রধান উপহার সামগ্রী। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের কাঁসার বাসন ছাড়া কোন অনুষ্ঠানই হতো না।
কাঁসা শিল্পীরা জানান, কাঁসা হলো একটি মিশ্র ধাতব পদার্থ। তামা বা কপার, টিনএ্যাংগট মিশিয়ে আগুনে পোড়ালে কাঁসা তৈরি হয়। এছাড়া তামা, দস্তা, রাং বা অন্যান্য ধাতব পদার্থ মিশ্রণের উপর নির্ভর করে পণ্যের স্থায়িত্ব, স্বচ্ছতা ও উজ্জ্বলতা। কাঁচামালের দূর্মূল্য ও আধুনিক যন্ত্রপাতির অভাবে শিল্পীদের কাজে অনীহার সৃষ্টি হয়েছে।
বর্তমান বাজারে প্লাস্টিক, স্টীল, মেলামাইন, কাঁচ ও স্বল্পমূল্যের নানা সামগ্রীর কারণে কাঁসার তৈরি কাস্তেশ্বরী, রাজভোগী, রাঁধাকান্তি, বংগী, বেতমুড়ি, চায়নিজ, মালাথাল, দরাজ, রাজেশ্বরী, রত্মবিলাস, গুটা, কলতুলা, কৃষ্ণচুড়া, ময়ুরকণ্ঠি, বকঠুট, ময়ুর আঁধার, মল্লিকা, সাদাবাটি, কাংরিবাটি, বোলবাটি, রাজভোগী, রাঁধেশ্বরী, জলতরঙ্গ, রামভোগী, গোলবাটি, কাজলবাটি, ঝিনাইবাটি, ফুলতুলি বাটি, মালাবাটি, বোয়ালমুখী, হাতা, চন্দ্রমুখী, চাপিলামুখী, পঞ্চমুখী, কবুতরবুটি, ঝিনাইমুখী, পূজা-অর্চনার জন্য মঙ্গল প্রদীপ, কোসাকুর্ষি, মঙ্গলঘাট ও বিভিন্ন বাদ্যযন্ত্র বাজার প্রতিযোগিতায় টিকতে না পেরে হারিয়ে যেতে বসেছে। ইসলামপুর কাঁসাশিল্প সমিতির সভাপতি নারায়ণ চন্দ্র কর্মকার জানান, কাঁসার উপকরণের দাম বৃদ্ধিতে উৎপাদন খরচও বেশি হচ্ছে। ফলে কাঁসার পরিবর্তে ক্রেতারা কমমূল্যে অন্যান্য সামগ্রীর প্রতি ঝুঁকে পড়েছে।
এতে শিল্পীদের বাজার অনুযায়ী বেতন দেয়া সম্ভব হয় না। তাই তারা এ পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে এই শিল্পটিও মসলিন শিল্পের মতো বিলীন হয়ে যাবে। সমিতির সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর অঙ্কন চন্দ্র কর্মকার জানান, কাঁসাশিল্পের ঐতিহ্য পুনরুদ্ধারে সরকারি উদ্যোগে পর্যাপ্ত টিনএ্যাংগট ও প্রয়োজনীয় কাঁচামাল আমদানিসহ সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করা প্রয়োজন।
#bloggermonju
১৯৪২ সালে বৃটিশ সরকার আয়োজিত বার্মিংহাম হস্তশিল্প প্রর্দশনীতে বিশ্বের সেরা হস্তশিল্পের খ্যাতি অর্জন করে এ শিল্পটি। ওই প্রর্দশনীতে কাঁসা কর্মকারদের কাঁসাশিল্পী উপাধি দেয়া হয়। প্রর্দশনীতে জগৎ চন্দ্র কর্মকার নামের এক কাঁসাশিল্পী স্বর্ণপদক লাভ করেছিল। এতে ইসলামপুর কাঁসাশিল্পের বিশ্বদরবারে ব্যাপক প্রসার ঘটে। ওই সময় বিয়ে বা যে কোন অনুষ্ঠানে কাঁসার বাসনই ছিল প্রধান উপহার সামগ্রী। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের কাঁসার বাসন ছাড়া কোন অনুষ্ঠানই হতো না।
কাঁসা শিল্পীরা জানান, কাঁসা হলো একটি মিশ্র ধাতব পদার্থ। তামা বা কপার, টিনএ্যাংগট মিশিয়ে আগুনে পোড়ালে কাঁসা তৈরি হয়। এছাড়া তামা, দস্তা, রাং বা অন্যান্য ধাতব পদার্থ মিশ্রণের উপর নির্ভর করে পণ্যের স্থায়িত্ব, স্বচ্ছতা ও উজ্জ্বলতা। কাঁচামালের দূর্মূল্য ও আধুনিক যন্ত্রপাতির অভাবে শিল্পীদের কাজে অনীহার সৃষ্টি হয়েছে।
বর্তমান বাজারে প্লাস্টিক, স্টীল, মেলামাইন, কাঁচ ও স্বল্পমূল্যের নানা সামগ্রীর কারণে কাঁসার তৈরি কাস্তেশ্বরী, রাজভোগী, রাঁধাকান্তি, বংগী, বেতমুড়ি, চায়নিজ, মালাথাল, দরাজ, রাজেশ্বরী, রত্মবিলাস, গুটা, কলতুলা, কৃষ্ণচুড়া, ময়ুরকণ্ঠি, বকঠুট, ময়ুর আঁধার, মল্লিকা, সাদাবাটি, কাংরিবাটি, বোলবাটি, রাজভোগী, রাঁধেশ্বরী, জলতরঙ্গ, রামভোগী, গোলবাটি, কাজলবাটি, ঝিনাইবাটি, ফুলতুলি বাটি, মালাবাটি, বোয়ালমুখী, হাতা, চন্দ্রমুখী, চাপিলামুখী, পঞ্চমুখী, কবুতরবুটি, ঝিনাইমুখী, পূজা-অর্চনার জন্য মঙ্গল প্রদীপ, কোসাকুর্ষি, মঙ্গলঘাট ও বিভিন্ন বাদ্যযন্ত্র বাজার প্রতিযোগিতায় টিকতে না পেরে হারিয়ে যেতে বসেছে। ইসলামপুর কাঁসাশিল্প সমিতির সভাপতি নারায়ণ চন্দ্র কর্মকার জানান, কাঁসার উপকরণের দাম বৃদ্ধিতে উৎপাদন খরচও বেশি হচ্ছে। ফলে কাঁসার পরিবর্তে ক্রেতারা কমমূল্যে অন্যান্য সামগ্রীর প্রতি ঝুঁকে পড়েছে।
এতে শিল্পীদের বাজার অনুযায়ী বেতন দেয়া সম্ভব হয় না। তাই তারা এ পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে এই শিল্পটিও মসলিন শিল্পের মতো বিলীন হয়ে যাবে। সমিতির সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর অঙ্কন চন্দ্র কর্মকার জানান, কাঁসাশিল্পের ঐতিহ্য পুনরুদ্ধারে সরকারি উদ্যোগে পর্যাপ্ত টিনএ্যাংগট ও প্রয়োজনীয় কাঁচামাল আমদানিসহ সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করা প্রয়োজন।
#bloggermonju
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন