উদ্যোক্তা হন মাত্র চল্লিশ হাজার টাকা ইনভেস্ট করে মাসে ইনকাম করুন চল্লিশ হাজার....!



কি ভাবছেন নতুন পাগলের অামদানী তাইনা। এই ব্যবসাটা করতে তিন-চার জন বন্ধু হলে ভালো হবে।
ধরুন অাপনি বেকার অাপনার এমন তিন-চারজন বন্ধু নিশ্চয়ই অাছে তাদের নিয়ে করতে পারেন এই ব্যবসা।
বর্তমানে বিয়ে সাদির খরচা রমরমা যে বিয়ে করছে সে যানে। এই ধরুন বিয়ের গাড়ি সাজিয়ে গুছিয়ে দিতে হাজার পনেরো টাকা লাগে, বিয়ের লাইটিং হাজার পনেরো, বাসর ঘর সাজানোর জন্য অাট দশ হাজার, অার গায়ে হলুদের জন্য লেখা যেমন " অাজ মিতুর গায় হলুদ" এক বা দের-হাজার টাকা। বরের জন্য বিয়ের পাঞ্জাবি, পায়জামা, নাগরা জুতা মিনিমাম হাজার পনের তাইনা।
দিন বদলে গেছে এখন অাপনি চাইলে একটা বিজনেস করতে পারেন যেমনঃ



বিয়ের গাড়ি ফুলদিয়ে সাজিয়ে গুছিয়ে দিতে এবং বাজার দরের চেয়ে ২০% কমে কারন অাপনার ব্যবসা সম্প্রসারণ করতে এটা সবচেয়ে জনপ্রিয় পলিসি। লাইটিং বিয়ের লাইটিং ঘেট এখন সাদা প্লাস্টিকের বোটের উপরে করা হয় যা চাইলে ৮/১০ হাজার টাকা দিয়ে তৈরি করে নিতে পারেন। বিয়ের লাইটিং ঘেট ভাড়া দিয়ে বেস ভালো ইনকাম করতে পারেন। "অাজ মিতুর গায় হলুদ " এমন লেখা ককসিটে লিখে রং বা জরি লাগিয়ে বিক্রি করতে পারেন বন্ধুরা অডার নিয়ে ১০০০/-থেক ১২০০/-র মধ্যে। এখতো বরের পাঞ্জাবি, পায়জামা, পায়ের জুতা ও ভাড়া পাওয়া যায় তিন হাজরে অাপনি ২০% ছাড়া দিয়ে দিন। অারো অফার দিন পুড়ো প্যাকেজ নিলে ৫% ছাড়...!!!
দেখবেন একটা সময় জমেগেছে মিনিমাম সপ্তাহে একটা বিয়ের বুকিং করতে পারলে মাসে ৪০ হাজার ইনকাম অসম্ভব নয় ।
সাথে রাখতে পারেন ভিডিও ক্যামেরা,ওয়ানটাইম গ্লাস, প্লেট এর ব্যবসা ইত্যাদি।
প্রচারের জন্য ফেজবুক পেজে, ভিজিটিং কাড, লিফলেট অবশ্যই ব্যবহার করুন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অাগরা শাক মানুষের জন্য ক্ষতিকর .....!

Mia Khalifa মিয়া খলিফা sex সমাচার

থানকুনি পাতার স্বাস্থ্য উপকারিতা কি....?