বাসা পাল্টানো সার্ভিস থেকে উদ্যোক্তা....!



শহরে নতুন উদ্যোক্তা দের জন্য দিন বদলের সাথে সাথে নতুন কিছু Idea প্রতিদিন যোগ হচ্ছে। এখন বাসা পাল্টানো যে কি ঝামেলা যে ভুগছেন সে-ই বুঝতে পারবে। চাইলে এই সার্ভিস দিতে পারেন তিন চারজনের মত জনবল বা বন্ধু মিলে খুলতে পারেন এমন সার্ভিস ব্যবসা। বিভাগের শহরে বা বড় শহরে এটি এখন খুবই জনপ্রিয় একটি সার্ভিস।
[][]কি করতে হবে...?
দুই তিনটা পিকাপের ড্রাইভারেন মোবাইল নম্বর রাখতে হবে। ভ্যন গাড়ি, ঠেলা গাড়ি চালায় এমন লোকের মোবাইল নম্বর কালেকশান থাকতে হবে।অার একটি ফেজবুক পেজে বেশ হয়েগেলো।


ধরুন একটা বাসা পাল্টানোর সার্ভিস দিতে পিকাপ, ট্রাকের ভাড়া যদি হয় ১০০০/- অাপনাদের সর্বমোট চার্জ ধরুন ৩০০০/- এজন্য জনবল নিজেরাই দিতেপারেন। একান্ত প্রয়োজনে একজন বা দুজনের মত কর্মী নিতেপারেন। অবশ্য প্রথমে কমিশনে নিবেন। দুরত্বে হলে সার্ভিস চার্জ সেই অনুযায়ী হবে। প্রথমে একটু কঠিন মনে হলেও পরে এ ব্যবসার পরিচিতি হলে একসময় সামাল দিতে হিমসিম খেতে হবে। মাসে ৫০হাজার থেকে একলক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন এই বাসা পাল্টানোর সার্ভিস থেকে।
(এটামেন্টেইন-করা খুবই সহজ যে পঞ্চম শ্রেণীর পাশ করা লেবার ও করতে পারেনঃ Sorry খোঁচা মারার জন্য)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অাগরা শাক মানুষের জন্য ক্ষতিকর .....!

Mia Khalifa মিয়া খলিফা sex সমাচার

থানকুনি পাতার স্বাস্থ্য উপকারিতা কি....?