উদ্যোক্তা হতে চাইলে শুরুটা করতে পারেন মিলেমিশে.....!
অনেকে হয়তো একা কিছু করতে ভয়পান
বা টাকার সমশ্য বা সময় নেই ইত্যাদি। তাদের জন্য সবথেকে ভালো পরামর্শ হলো যৌথ প্রতিষ্ঠান কৃষি খামার করতে পারেন। সবচেয়ে জনপ্রিয় পলিসি এটি প্রজেক্ট করুন ৩/৪ বন্ধু মিলে খুলতে পারেন যৌথ প্রজেক্ট, অামার পরামর্শ শহরের ইট-পাথরের দালান-কোঠা পাশে অনেক ফাঁকা জায়গা নির্বাচন করতে পারেন যেখানে বিভিন্ন কৃষি বিষয় নিয়ে কাজ করতে পারেন কম ঝুঁকি অধিক লাভ তাই "কৃষি প্রজেক্ট " সবচেয়ে ভাল।
এমন একটি জায়গা নির্বাচন করতে হবে যেখানে রদ্রু পরে পর্যাপ্ত অালোবাতাস থাকে এমন জায়গায় চাষ করুন, বারমাসি তরমুজ, হাইব্রিড পেঁপে, মাসরুম, ইত্যদি হয়তো দেখবেন একটা সময় চাকরি বা অন্য কিছুই কবরে হবেন।
প্রজেক্টে লাভ ভালো হলে লাভের টাকা অাবার রি-ইনভেষ্ট করুন , কোন বাড়িতে ছাদ, খোলা মেলা পরিবেশ বা জমি পেলে পেলেই সহজ চুক্তির মাধ্যমে লিজ নিয়ে করতে পারেন যৌথ প্রজেক্ট। এলাকার সচেতন যুবসমাজের সৃজনশীলতা বিকাশে একটা টিম তৈরি করতে পারেন
ধরুন ২০ জন তরুণ মিলে মাত্র ৫০০০করে দিয়ে ৫০০০x২০=১,০০০০০ (এক লক্ষ) টাকায় এমন প্রজেক্ট খুলতে পারেন। হয়ে যেতে পারেন খুবই অাগ্রহি সফল একজন উদ্যোক্তা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন