লাখপতি কচু চাষে....!


 সরেজমিনে বরিশালের
সাহেবের হাটে এক কচু চাষির
সাথে কথা হয়।মুলত তিনি
একজন পান চাষি নাম
অমল চন্দ্র দাশ তিনি পানের
চাষের জমিতে ফাঁকে ফাঁকে
কচুর চাষ করেছেন ।
কচুর নাম কি...?
জিজ্ঞেস করলে তিনি বল্লেন
সাহেব কচু। কচুর বয়স
কতোদিন...?
তিনি বল্লেন প্রায় অাড়াই বছর।



সর্বসাকুল্যে ১৬০/১৭০ টি কচু
অাছে তার বাগানে হাতের
করাতের মাধ্যমে কেটে
প্রতিকেজি ৪০টাকা মূল্যে
তিনি বিক্রি করেন।প্রশ্ন
করলাম অনুমানিক কতো
টাকার কচু বিক্রি হবে বলে
বলে মনেহয়...? তিনি বল্লেন
প্রায় দুই লক্ষাধিক টাকার কচু
বিক্রি হবে বলে মনেকরি।
অামি মনেকরি বৃষ্টির পানি
জমেনা এমন উচু জমিতে
এধরণের কচুর চাষ করে
ঝুঁকি মুক্ত এবং কোন খরচের
বিষয়ে নাই বলে এটার চাষ
লাখপতি হতে কৃষকের জন্য
একটি যুগোপযোগী কৃষি ফসল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অাগরা শাক মানুষের জন্য ক্ষতিকর .....!

Mia Khalifa মিয়া খলিফা sex সমাচার

থানকুনি পাতার স্বাস্থ্য উপকারিতা কি....?