যৌনতার সামাজিক সমাচার.....!



যৌনতা নিয়ে নানা দেশে নানারকম সামাজিক সংস্কার আছে। কোথাও কোথাও সেই সংস্কারের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে নানা রকমের আইন। সেই আইন দেখলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন, যৌনতা নিয়ে আজব কিছু আইনের তালিকা তুলে ধরা হলো-
১। স্পেনে সমুদ্র সৈকতে প্রকাশ্যে সেক্স করা একেবারেই নিষিদ্ধ। যদি কোনও ভাবে ধরা পড়েন, তাহলে আপনার দীর্ঘমেয়াদি জেল হতে পারে, অথবা জরিমানা হতে পারে ৭৫ হাজার ইউরো।
২। আমেরিকার অরিগাঁতে যৌনতা চলাকালীন যদি কেউ কোনও রকম প্রার্থনা করেন, তাহলে হতে পারে কঠিন সাজা।
৩। ইন্দোনেশিয়ায় কেউ যদি হস্তমৈথুন করতে যেয়ে  ধরা পড়েন, তাহলে হতে পারে মৃত্যুদন্ড।
৪। আলেকজান্দ্রিয়ায় স্বামীর মুখ থেকে যদি পেঁয়াজ, রসুনের গন্ধ বেরোয়, তাহলে যৌনতায় লিপ্ত হতে চান না কোনও স্ত্রী।
৫। অক্সফোর্ড ওহিতোকে কোনও পুরুষের ছবির সামনে দাঁড়িয়ে কোনও মহিলার জামা খোলা বেআইনি।
৬। আমেরিকার লোয়াতে কোনও মহিলা যদি প্রকাশ্যে গোঁফ আছে এমন পুরুষকে চুম্বন করেন, তাহলে হতে পারে কঠিন সাজা।
৭। দাঁড় করিয়ে রাখা কোনও মোটরবাইকে যৌনতায় লিপ্ত হওয়া যায় না লন্ডনে।
৮। হংকংয়ে কোনও পুরুষ যদি তার নারী সঙ্গীকে ধোকা দেন, তাহলে ওই নারী পুরুষকে খুন করতে পারেন। তবে খালি হাতে।
বিডি-প্রতিদিন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অাগরা শাক মানুষের জন্য ক্ষতিকর .....!

Mia Khalifa মিয়া খলিফা sex সমাচার

থানকুনি পাতার স্বাস্থ্য উপকারিতা কি....?