শিশুর উপর মানুষিক চাপ বিপদ ডেকে আনবে.....
অামাদের শিশুদের ভবিষ্যৎ কি...? কোচিং বানিজ্য...?
নামি ইস্কুলে ভর্তি যুদ্ধ...?
খুব পীড়া দেয় আমাকে। শিশুর স্কুল ব্যাগ। ছেলে-মেয়েকে যখন ভারী একটা ব্যাগ নিয়ে স্কুলে যেতে দেখতাম, মনে হতো ব্যাগের ভারে ওদের মেরুদণ্ড বুঝি শৈশবেই বেঁকে যায়। এটাকে আমার একপ্রকার শিশু নির্যাতন বলে মনে হয়। শিশুদের ১০-১২ বছর বয়সে কতটুকু ওজন বহন করবে এর একটা নিয়ম মেন্টেইন থাকা জরুরি বিষয় বলে অামি মনেকরি। পর্যাপ্ত মানুষিক চাপ শিশুদের মেধা বিকাশের মাধ্যম হতে পারেনা, অামাদের অাগামি প্রজন্মকে অামরা রুগ্ন শিক্ষার দিকেই ঠেলে দিচ্ছে নাতো প্রশ্ন.......???
অাজকের শিক্ষা থেকে শিশুর মনের দিকটা এবং শরিরের দিকটা দেখা বেশি জরুরি বিষয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন