নার্শারি থেকে উদ্যোক্তা কোটিপতি

নার্সারি থেকে কোটিপতি

 বর্তমানে সারাদেশেই দীপকের নার্সারিতে উৎপাদিত চারা বিক্রি হয়। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, পাবনা, ঈশ্বরদী, নওগাঁ, দিনাজপুর, রংপুর, সিলেটে বেশি চারা যায়। ভালমানের চারা হওয়ার কারণে সারাদেশেই প্রকৃতি নার্সারির চারার কদর রয়েছে। তাছাড়া অনেক চারা ভারত থেকে আমদানী করেন দীপক কুমার। নার্সারি ব্যবসার পাশাপাশি দীপক কুমার থাই পেয়ারা ৪৫বিঘা, কাশ্মীমেরি কুল ৭ বিঘা, মাল্টা বাগান ৮ বিঘা, আমের বাগান ২৫বিঘা, ড্রাগন ৭ বিঘা জমিতে বাগান রয়েছে।
দীপক কুমার বলেন, ২০০১ সালে এসএসসি পড়াশুনার পাশাপাশি গুড় ব্যবসা শুরু করি। গুড় ব্যবসা চলাকালীন সময়ে এইচএসসি পাশ করি। এরপর ২০০৩ সালে ছোট পরিসরে বাণিজ্যিক ভাবে নার্সারি ব্যবসা চালু করি। নাটোরের সাবেক উদ্যানতত্ত্ববিদ ও বর্তমানে ঈশ্বরদীর টেবুনিয়া হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক আব্দুল আউয়াল স্যারের পরামর্শে আমি নার্সারি ব্যবসা চালু করার পর থেকে পিছনে ফিরে আর তাকাতে হয়নি। প্রতিবছর আমার নার্সারিতে ২০ লাখের বেশি চারা উৎপাদন হয়। যা থেকে বছরে দেড় থেকে দুই কোটি টাকা বিক্রি হয়।
দীপক কুমার আরও বলেন, আমার নার্সারিতে অনেক বেকার নারী-পুরুষের কর্মসংস্থানের সুযোগ তৈরী হয়েছে। কম পরিশ্রমে তারা বাড়তি আয় করতে পারছে। তাছাড়া আমার দেখা দেখি অনেক বেকার যুবক এই পেশার দিকে ঝুঁকছে।
নাটোরের সাবেক উদ্যানতত্ত্ববিদ ও বর্তমানে ঈশ্বরদীর টেবুনিয়া হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক আব্দুল আউয়াল বলেন, দীপক ছোট পরিসরে শুরু করলেও এখনতার নার্সারির পরিধি বেড়েছে। তার নার্সারি কিভাবে আধুনিকায়ন করা যায় সে বিষয়ে পরামর্শ দিয়েছি। তাছাড়া ভালমানের চারা কিভাবে তৈরী এবং বাজারজাত করা যায় সে পরামর্শ দীপক কাজে লাগিয়ে আজ সফল ব্যবসায়ী।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অাগরা শাক মানুষের জন্য ক্ষতিকর .....!

Mia Khalifa মিয়া খলিফা sex সমাচার

থানকুনি পাতার স্বাস্থ্য উপকারিতা কি....?