করোনাভাইরাস
চীনে করনা ভাইরাসের আক্রমনের ভায়াবহতায় চীনের হুবেই প্রভিন্সের ক্যাপিটাল সিটি সহ ৮ টি শহর সরকার থেকে লক করে দেয়া হয়েছে। বন্ধ থাকবে সব ধরনের ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট। সাব ওয়ে, মেট্রো, পাবলিক বাসও বন্ধ করে দেয়া হয়েছে৷ সরকার থেকে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যাতে কেউ শহর ত্যাগ না করে।এছাড়া সরকার থেকে এই ভাইরাস মোকাবেলা করার জন্য সাধারন মানুষের জন্য রিয়েল টাই নির্দেশনা প্রদান করছে।
এখন পর্যন্ত ১১৮৪ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছে প্রায় এক লক্ষ এর অধিক মানুষ। চীন সরকার এর পক্ষ থেকে এই সমস্যা মোকাবেলায় সব ব্যবস্থা নেয়া হচ্ছে৷বেশ কয়েকটি সরকারি গবেষনা সংস্থা এই বিষয়ে বিভিন্ন উইনিটে কাজ করছেন।
এই সক্রামক চিকিৎসার জন্য সকল খরচ সরকার বহন করছে৷ সরকার থেকে জানানো হয়েছে কারো যদি এই ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষন দেয়া যায় তাহলে যেন তাত্ক্ষণিক ভাবে হসপিটালে জানানো হয়। তাদের পরিপূর্ণ চিকিৎসার আওতায় আনা হবে।
হুবেই প্রভিন্সের উহান সিটির একটা বিশেষ জায়গায় আগামী ৬ দিনের মধ্যে তৈরি হচ্ছে একটা স্পেসালাইজড আন্ডারগ্রাউন্ড হসপিটাল । যেখানে করনা ভাইরাস আক্রান্ত রোগিদের বিশেষ চিকিৎসা দেয়া হবে৷ সরকার এর পক্ষ থেকে চীনের প্রায় সব জায়গায় ফ্রী পরীক্ষা নিরিক্ষারও ব্যবস্থা করা হয়েছে।
এই ভাইরাস এর উৎসহ হিসাবে গবেষকরা এখনও সুনিশ্চিত হতে পারেনি। তবে ধারনা করা হচ্ছে একটা লোকাল সি-ফুড মার্কেট থেকে এর উৎপত্তি। যে বাজারে বিক্রি হয় প্রায় ১২০ রকমের প্রাণী৷ এর মধ্যে সামুদ্রিক নানা প্রাণীসহ রয়েছে ইদুর, বাদুরের মতও প্রাণী৷
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন