মাক্স এখন চাহিদার হট প্রডাক্ট....!
মাস্কের মাধ্যমে হাজার হাজার মানুষ বায়ুবাহিত ভাইরাস থেকে নিজেকে রক্ষার চেষ্টা করছেন। সাম্প্রতিক বিশ্বের ঘটনাগুলো মানুষকে বড়ই চিন্তিত করে তুলেছে। এর ফলে সবাই ব্যাপক আতঙ্কের মধ্যে রয়েছে। এই ভাইরাস থেকে রক্ষার অন্যতম সেরা উপায় হলো উচ্চমানের ফেসমাস্ক ব্যবহার করা যা আপনাকে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং অন্যান্য বায়ু দূষণকারী রোগ থেকে নিরাপত্তা দেবে। বিশেষ করে এই ন্যানো টেকনলিজতে বানানো ফেস মাস্কগুলো অসাধারণ সুরক্ষা দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এই ন্যানো মাস্ক কী?
একে অক্সিব্রেথ প্রো মাস্ক বলা হয়। এই মাস্কটি খুব ভালো সুরক্ষা দিতে পারে। কেননা এই মাস্কটি আপনার মুখ এবং নাক পুরোপুরি ঢেকে দেয় এবং এটি খুব আরামদায়ক। এই মাস্কটি ব্যাবহারের পর ধোয়া যায় এবং পুনরায় ব্যবহার করা যায়। পাশাপাশি এটি যথেষ্ট টেকসই।
অক্সিব্রেথ প্রো মাস্কটি বিশ্বজুড়ে দ্রুত বিক্রি হচ্ছে। এর কারণগুলো হলো-
• এই মাস্কের রয়েছে ন্যানো টেকনোলজি ডাস্ট ফ্রি এয়ার ফিল্টার পিএম ২.৫।
• এই মাস্কটি এমনভাবে তৈরী যার ফলে শ্বাস প্রশ্বাস নেওয়ার সুবিধা রয়েছে।
• এটি যথেষ্ট আরামদায়ক মাস্ক।
• মাস্কটি ধুয়ে বারবার ব্যবহার করা যাবে কোনো সমস্যা ছাড়াই।
• ইলাস্টিক প্রসারিত কানের স্ট্র্যাপ ডিজাইনটি শক্তিশালী এবং আরামদায়ক। স্ট্র্যাপটি ঢোলা হবে না কোনভাবেই।
• পুরুষ, মহিলা এবং শিশু সব বয়সের সাথে ফিট করে যায় সহজেই।
• পকেটে করে যেকোন জায়গায় নিয়ে যাওয়ার সুবিধা।
• মাস্কটি অত্যন্ত হালকা এবং পাতলা।
• অক্সিব্রেথ প্রো এর ৫ স্তর কার্বন ফিল্টার অতিরুক্ত সুরক্ষা দেয় যা অন্যান্য ব্র্যান্ডের মাস্কে পাওয়া যায় নাহ।
বায়ুবাহিত ভাইরাসগুলির প্রাদুর্ভাবের কারণে, অক্সিব্রেথ প্রো মুখে লাগিয়ে মানুষজন চলাফেরা করছেন এবং প্রচুর বিক্রি হচ্ছে এই মাস্ক। এতো পরিমাণ বিক্রি হচ্ছে যে দোকানের বাবিরে মাস্ক ফুরিয়ে যাওয়ার নোটিশ ঝুলিয়ে দিতে হচ্ছে দোকানিকে।
সূত্র: এবিসি ডেইলি টেক
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন