নারী উদ্যোক্তা সাদেকা সেজুঁতি


সাদেকা রহমান সেজুঁতি: আমার দেশ আমার গ্রাম এর প্রতিষ্ঠাতা

সাদেকা আমার দেশ আমার গ্রাম নামের উদ্যোগটি প্রতিষ্ঠা করার জন্য তার স্থাপত্যবিদ্যার ক্যারিয়ার ছেড়ে আসেন। এই প্রকল্পের মূল উদ্দশ্যে হলো প্রান্তিক জনগোষ্ঠির জন্য একটি ই-কমার্স প্লাটফর্ম বানানো, যাতে তারা দারিদ্রসীমা থেকে বের হয়ে আসতে পারে। আমার দেশ আমার গ্রাম প্রকল্পের মাধ্যমে তিনি কম্পিউটার ও ইন্টারনেট সেবাকে গ্রাম পর্যায়ে নিয়ে যান এবং তাদের তথ্যের সমুদ্রের সাথে সংযুক্ত করেছেন, যা আগে ছিল দুর্লভ।
বর্তমানে এই প্রকল্পের সাইটে গ্রামীণ কৃষক উৎপাদিত ফসল ও অন্যান্য জিনিসপত্রকে প্রাধান্য দিয়ে ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছে। তাদের এই ব্যতিক্রমী কাজের জন্য এরমাঝেই আমার দেশ আমার গ্রাম প্রকল্প বেশি কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। তবে একটি টেকসই ব্যবসা হিসেবে এই চমৎকার উদ্যোগটি টিকে থাকতে গেলে আরো অনেক কিছু করতে হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অাগরা শাক মানুষের জন্য ক্ষতিকর .....!

Mia Khalifa মিয়া খলিফা sex সমাচার

থানকুনি পাতার স্বাস্থ্য উপকারিতা কি....?