অাসছে বিনা কাগজের ডাক টাকা.....


বর্তমানে নগদ টাকা লেনদেনের পাশাপাশি মোবাইল ব্যাংকিং এর মত ডিজিটাল লেনদেনের ব্যবহারও বেড়েছে অনেক। টাকার ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে বিদ্যমান গ্যাপ পুরণে বিনা কাগজে ‘ডাক টাকা’র লেনদেন শুরু করেছে ডাক বিভাগ। একে ‘কার্যকর উদ্যোগ’ হিসেবে আখ্যা দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেন,

দেশব্যাপী প্রচলিত ডাক সেবার ধারাকে ডিজিটাল রূপান্তরের মাধ্যমে ডাক অধিদপ্তরের বিশাল নেটওয়ার্ক কাজে লাগাতে সম্ভাব্য সব কিছু করতে সরকার বদ্ধপরিকর।

আজ রবিবার (১৭ নভেম্বর) ঢাকায় ডাক অধিদপ্তর মিলনায়তনে ডাক টাকা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন,

পৃথিবী একটি জটিল সময় পার করছে। সারা দুনিয়া বদলাচ্ছে, সভ্যতার পরিবর্তন হচ্ছে। বাংলাদেশে বিনা কাগজে প্রতিদিন প্রায় মোবাইল ব্যাংকিংয়ে ১১শ’ চল্লিশ কোটি টাকা লেন-দেন হচ্ছে। বাংলাদেশের মোবাইল ফিনান্সিং সারা দুনিয়ায় একটি অনন্য দৃষ্টান্ত।

উল্লেখ্য, ব্যাংক হিসাব ছাড়াই মোবাইল ফোনের মাধ্যমে কেনাকাটার একটি সরকারি সেবাই হচ্ছে ‘ডাক টাকা’।



এই সেবা পেতে ডাকঘরে গিয়ে মোবাইল নম্বর ব্যবহার করে ২ টাকা দিয়ে প্রথমে একটি হিসাব খুলতে হবে। তারপরে ডাকঘরের পোস্টাল ক্যাশ কার্ড দিয়ে মোবাইলের সেই হিসাবে টাকা রিচার্জ বা অ্যাকাউন্টে টাকা জমা করতে হবে।

এরপর প্রয়োজনে কেনাকাটা করে দাম মেটানোর সময় এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) ব্যবহার করে বা কিউআর (কুইক রেসপন্স) কোডের ওপর মোবাইল ফোনটি ধরলেই পেমেন্ট করা হয়ে যাবে। মোবাইল ফোনটিই তখন হয়ে যাবে ডিজিটাল ওয়ালেট। আরও ওয়ালেটের মধ্যে যে টাকা থাকবে সেই টাকাই হলো ‘ডাক টাকা’।

ডাক টাকা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে বাংলাদেশের মানুষ অত্যন্ত মেধাবী উল্লেখ করে মন্ত্রী বলেন,

আগামী দিনে ফাইভ জি এবং কুয়ান্টাম কম্পিউটিং কাজে লাগাতে পারলে বৈপ্লবিক পরিবর্তন অবশ্যম্ভাবি।

তিনি এ সময় আরও বলেন,

ডাক বিভাগের বিস্তৃর্ণ নেটওয়ার্ক ও এর বিশাল কর্মীবাহিনী যথাযথ কাজে লাগাতে পারলে জ্ঞানভিত্তিক ডিজিটাল সমাজ তৈরিতে অভাবনীয় অবদান রাখা সম্ভব। দেশে ই -কমার্সের বিকাশে ইতোমধ্যে ডাক বিভাগ ই-কমার্স শিল্প বিকাশে যুগান্তকারি অবদান রাখছে।

এই অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্ব করেন।এসময় আরও উপস্থিত ছিলেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু শেখর হাওলাদার, ই-কমার্সের সভাপতি শমি কায়সার এবং আইটি ব্যক্তিত্ব সুনিয়া বশিরসহ আরও অনেকে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সিরকা বা ভিনেগার কি.. এর উপকারিতা কি...?

Mia Khalifa মিয়া খলিফা sex সমাচার

ত্রিফলার উপকার কি...?