সেনবাহিনীর এভারেস্ট পরিস্কার নিয়ে সমালোচনার ঝড়ে নেপাল.....


এভারেস্ট পরিস্কার নিয়ে অালোচনা নেপালের সরকার কতৃক....
সেনাবাহিনী নামিয়ে ৭৭ হাজার পাউন্ড আবর্জনা পরিষ্কারের যে উদ্যোগ নিয়েছে নেপাল সরকার তার কঠোর সমালোচনা করেছে সে দেশের শেরপা গাইডদের একটি শীর্ষ সংগঠন।
এ বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নেপালের প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর সদস্যদের পক্ষে এভারেস্টের শীর্ষ থেকে সম্পূর্ণরূপে আবর্জনা ও পর্বতারোহীদের মৃতদেহগুলো পরিষ্কার করা সম্ভব না। এটা শুধু শেরপাদের পক্ষেই সম্ভব।
নেপালের সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, এভারেস্ট থেকে আবর্জনা পরিষ্কারের জন্য সাড়ে ৭ মিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে, নেপালি রূপিতে যার পরিমাণ ৮৬০ মিলিয়ন।

২১ বার এভারেস্ট শীর্ষে পা রাখা পূর্বা তুসি শেরপা বলেন, ‘পর্বতারোহী শেরপারা এ কাজের জন্য সবচেয়ে যোগ্য, সরকারকে এটা মনে রাখা উচিত।’
সর্বোচ্চ সংখ্যকবার এভারেস্ট শীর্ষে পৌঁছানো কামি রিতা শেরপা বিবিসিকে জানিয়েছেন, সেনাবাহিনী শুধু পর্বতের নিচের দিকের আবর্জনা সংগ্রহ করতে পারবে, অধিক উচ্চতায় পৌঁছানো তাদের পক্ষে সম্ভব না। এ কাজের দায়িত্ব দেওয়া উচিত ছিল শেরপাদের যারা সেখানে পৌঁছাতে পারবে।
তিন আরও বলেন, ‘উপযুক্ত পারিশ্রমিক দিলে শেরপারা কাজটি করতে পারতো।’

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অাগরা শাক মানুষের জন্য ক্ষতিকর .....!

Mia Khalifa মিয়া খলিফা sex সমাচার

থানকুনি পাতার স্বাস্থ্য উপকারিতা কি....?