ট্রাম্পকে স্বাগত জানাতে গরু কুকুর....!
ট্রাম্পকে স্বাগত জানাতে অহমদাবাদের রাস্তায় বহাল তবিয়তে গোরু-কুকুর...!
গত সপ্তাহে অহমদাবাদের রাস্তা থেকে ৪৮টি গোরু এবং মোষ ধরেছিল এএমসি কর্মীরা। ধরা হয়েছিল ৫৫টি কুকুরও। মোতেরা ও বিমানবন্দর এলাকা থেকে এগুলি ধরা হয়। মার্কিন প্রেসিডেন্টের চোখে যাতে রাস্তায় এদিক ওদিক ঘুরে বেড়ানো গোরু-মোষ, কুকুর না পড়ে তার জন্যই এই উদ্যোগ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন