সেক্স লাইফ মানেকি সানি লিয়ন...?
সেক্স লাইফ নিয়ে নিজেকে যিনি তুলে ধরেছেন সবারই সামনে তিনি কে...?
একসঙ্গে সংসার আর ক্যারিয়ার সামলে বলিউড অভিনেত্রী সানি লিয়ন দেখিয়ে দিয়েছেন, চাইলেই তিনি অনেক কিছু পারেন। ভক্তদেরও সামলাচ্ছেন দারুণভাবে। নজড়কাড়া অভিনয়ের পাশাপাশি ভক্তরা যে তাঁর গ্ল্যামারের আলোকচ্ছটা দেখতে চান, তা সানি জানেন বেশ ভালোভাবেই। তাই তো নিয়মিতভাবে অনিন্দ্য, মোহনীয় রূপে নিজেকে হাজির করেন ভক্তদের সামনে। কখনো সেলুলয়েড পর্দায়, কখনো বা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেসব ছবি ও ভিডিও ভক্তরা লুফে নেন নিমেষেই। এবারও তার ব্যতিক্রম হলো না।যে যাই বলুক সানির জনপ্রিয়তা বা দর্শক প্রিয়তার যেন কোন কমতি নেই।
এক সময়ের পর্নো তারকা অাজ সবার কাছে গ্রহনযোগ্য একজন সুপারস্টার।
দিনে দিনে তার ছবি মানুষকে যেন সবটুকু
দিতে পারে সেদিকে খেয়াল রাখতে সানি লিওন যোগব্যাম, যোগাসন, ডায়েট থেকে
নিজের রূপের যত্নে ত্বকের শুষ্কতা প্রতিরোধে কোন কিছুই মিস করেন না।
অার এই না হলে কি সুপারস্টার....!
একসঙ্গে সংসার আর ক্যারিয়ার সামলে বলিউড অভিনেত্রী সানি লিয়ন দেখিয়ে দিয়েছেন, চাইলেই তিনি অনেক কিছু পারেন। ভক্তদেরও সামলাচ্ছেন দারুণভাবে। নজড়কাড়া অভিনয়ের পাশাপাশি ভক্তরা যে তাঁর গ্ল্যামারের আলোকচ্ছটা দেখতে চান, তা সানি জানেন বেশ ভালোভাবেই। তাই তো নিয়মিতভাবে অনিন্দ্য, মোহনীয় রূপে নিজেকে হাজির করেন ভক্তদের সামনে। কখনো সেলুলয়েড পর্দায়, কখনো বা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেসব ছবি ও ভিডিও ভক্তরা লুফে নেন নিমেষেই। এবারও তার ব্যতিক্রম হলো না।যে যাই বলুক সানির জনপ্রিয়তা বা দর্শক প্রিয়তার যেন কোন কমতি নেই।
এক সময়ের পর্নো তারকা অাজ সবার কাছে গ্রহনযোগ্য একজন সুপারস্টার।
দিনে দিনে তার ছবি মানুষকে যেন সবটুকু
দিতে পারে সেদিকে খেয়াল রাখতে সানি লিওন যোগব্যাম, যোগাসন, ডায়েট থেকে
নিজের রূপের যত্নে ত্বকের শুষ্কতা প্রতিরোধে কোন কিছুই মিস করেন না।
অার এই না হলে কি সুপারস্টার....!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন