স্ট্রোক এর উপসর্গ ও প্রতিকার কি....?
স্ট্রোকের উপসর্গ ও প্রতিকার :
স্ট্রোক নিয়ে সরেতনতা অারও বাড়াতে হবে।প্রায়ই লক্ষ করা যায়, কেউ কেউ দেহের ছোট - খাট বিষয় অবহেলা করে থাকেন। যা মোটেও কাম্য নয়। হঠাৎ মাথা ঘুরে যাওয়া বা চোখে ঝাপসা দেখাকে অামরা অনেক সময় উপেক্ষা করে থাকি।
কিন্তু এগুলোই অাবার ছোট খাট স্ট্রোকের লক্ষনও হতে পারে। এমন কি পরবর্তিতে বিরাট স্ট্রোকে অাক্রন্ত হওয়ার পূর্বলক্ষনও হতে পারে।
মিনি স্ট্রোক হয়েছে এমন ১২ জনের একজন এক সপ্তাহের মধ্যে মারাক্তক এবং স্থাই পঙ্গুত্বের শিকার হবেন এটা এখন স্বীকৃত।
যাদের পূর্নাঙ্গ স্ট্রোক হয়েছে তাদের মধ্যে এক তৃতীয়াশ এক বছরের মধ্যে মারা যান এবং এক তৃতীয়াশ স্থায়ী পঙ্গুত্বের শিকার হন। পৃথিবীতে প্রতি বছর প্রায় দের কোটি মানুষ স্ট্রোক অার হার্ট অ্যাটাকে মারা যান। তবে সৌভাগ্যক্রমে খুব সহজ অপারেশন দিয়ে মিনি স্ট্রোক থেকে পুরো স্ট্রোক হওয়া বন্ধ করা যায়।
স্ট্রোক অার মিনি স্ট্রোকের উপসর্গ একই রকম। চোখে ঝাপসা দেখা, কথা জড়িয়ে যাওয়া, অার শরীরের এক দিকে বা একটা হাত বা পায়ে দূর্বলতা। মিনি স্ট্রোকের উপসর্গ ২৪ ঘন্টার মাঝেই সেরে যায়।
অন্যদিকে পুরো স্ট্রোকে একজন রোগি জীবনের জন্য পঙ্গু ও বোবা হয়ে যেতে পারেন।
উভয় ক্ষেত্রেই মূল কারন হচ্ছে মস্তিষ্কে অক্সিজেনের অভাব অার এটা হয়ে থাকে, ক্যরোটিড অার্টারি সরু হয়ে যাওয়ার জন্য। অার এটা হয় মূলত ক্যারটিড অার্টারির মধ্যে কোলেস্টেরল জমে যাওয়ার জন্যই।
মস্তিষ্কের রক্ত নিয়ে যায় ক্যারটিড অার্টিারি অার এর দেয়ালে চর্বি জমে এই ক্যারটিড অার্টারি ক্রমান্বয়ে সরু হতে থাকে। এক সময় এই চর্বির পর্দা ফেটে গিয়ে রক্তনালির ভিতর ঘা হয়ে যায়।
এই ঘায়ের ওপর অাবার রক্ত জমাট বাঁধে অার হঠাৎ করে এক টুকরো জমাট রক্ত ভেঙে মস্তিষ্কে অাটকা পরে এবং স্ট্রোকের এটাই মূল কারন। চর্বির এই স্তর সরিয়ে ফেলার অপারেশনকেই ক্যারটিড অ্যান্ডরটারেক্টমি বলা হয়।
ক্যারটিড অ্যান্ডরটারেক্টমি অপারেশনে কানের লতি থেকে নিচের দিকে চার ইঞ্চি লম্বা একটা কাটা দিয়ে, ক্যারটিড অার্টারির মধ্যে জমে থাকা ময়লা বের করে নিয়ে অাসা হয়।
ডা.এস.এম.জি. কিবরিয়া
কো-অর্ডিনেটর, ভাস্কুলার সার্জারি
এ্যাপোল হসপিটালস ঢাকা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন