সবথেকে দামি সাইকেল....

বিশ্বের সবচেয়ে দামি সাইকেল



সাইকেলও নয় আবার মোটরসাইকেলও নয়, এর মাঝামাঝি দেখতে এই বাহন। তবে এই বাহনকে আপাতত মোটরসাইকেলই বলা হচ্ছে। মূলতঃ এটি একটি ইলেকট্রিক মোটরসাইকেল।
তবে এর মূল্য ১ ডজন মোটরসাইকেলের মোট মূল্যের চেয়েও বেশি ধরা হয়েছে।
অবাক মনে প্রশ্ন জাগতেই পারে কী এমন বিষয় আছে এতে, যে এতো দাম ধরা হয়েছে এই নতুন উদ্ভাবিত মোটরসাইকেলে।
সাইকেলটির উদ্ভাবক জার্মান কোম্পানি নোভাস জানিয়েছে, এই বিশাল দামের পেছনে রয়েছে এতে সংযুক্ত লেটেস্ট প্রযুক্তি।
তাছাড়া এই প্রথম কোনো ইলেকট্রিক মোটরসাইকেলে কার্বন ফাইবার ফ্রেম ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ওই কম্পানিটি।
ইতিমধ্যে জার্মান কোম্পানি নোভাস যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের কনসিউমার ইলেকট্রনিক্স শোয়ে এই সাইকেলের প্রদর্শন করেছে। এ সময় সাইকেলটি তৈরির একটি ভিডিও প্রকাশ তারা। ওই প্রদর্শনীতে নোভাসের এক মুখপাত্র জানান, সাইকেলটির সব প্রযুক্তি এর ফাইবার ফ্রেমেই লুকিয়ে রাখা হয়েছে। এতে সংযুক্ত রয়েছে একটি স্মার্টফোন। ওই স্মার্টফোনই মূলত এর ‘ডিজিটার কি'।
যার মাধ্যমে সাইকেলের সব প্রযুক্তি অপারেট করা যাবে। ফোনের ডিসপ্লে তে দেখা যাবে মোটরসাইকেলের সব তথ্য।
এর গতি কেমন সে প্রশ্নে জানা গেছে, প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৯৬.৫ কিলোমিটার গতিতে ছুটতে পারে এই সাইকেল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Mia Khalifa adult film star.....

সিরকা বা ভিনেগার কি.. এর উপকারিতা কি...?