ইনসুলিন কি ....?
ইনসুলিন
১৮৮৯ সালের কথা। অষ্কার মিনকভস্কি ও জোসেফ ফন মেরিং নামের দুই ডাক্তার মানুষের পরিপাক ক্রিয়ায় অগ্ন্যাশয় এর ভূমিকা কী তা নিয়ে গবেষণা করছিলেন। তারা একটি কুকুরের উপর পরীক্ষা চালিয়ে কুকুরটির অগ্ন্যাশয় শরীর থেকে অপসারণ করে ফেলেন। পরবর্তীতে তারা লক্ষ্য করেন, এর ফলে কুকুরটি শরীরে কী কী পরিবর্তন ঘটছে। অবাক হয়ে তারা লক্ষ্য করেন কুকুরটি মূত্র ত্যাগ করলেই সেখানে মাছির মেলা বসে যেত! তারা কুকুরটির মূত্র পরীক্ষা করে দেখেন সেখানে বিপুল পরিমাণে চিনি বিদ্যমান, যে কারণে তা মাছিদের আকর্ষণ করছে। এ থেকে তারা নিশ্চিত হন অগ্নাশয় কেটে ফেলার ফলে কুকুরটি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছে! অগ্ন্যাশয় নিয়ে আরো গবেষণা করতে ব্যস্ত হয়ে পড়েন তারা এবং পরবর্তীতে আবিষ্কার করেন ইনসুলিন। এ আবিষ্কারের ফলে টাইপ ওয়ান ডায়াবেটিস আর কোনো আতঙ্কের নাম হয়ে থাকল না, ইনসুলিন ব্যবহারের মাধ্যমে সহজেই তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলো!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন