বিষাক্ত পদার্থ শোষনের গাছ

স্পাইডার প্লান্ট






বাংলাদেশের যে কোনও নার্সারীতে গেলে এটা বেশ সস্তায় পেয়ে যাবেন। এই সস্তা গাছটি রুমের বাতাসের ৯০% পর্যন্ত বিষাক্ত পদার্থ শোষণ করে।স্পাইডার প্লান্ট (Spider plant) অন্যতম। নাসা’র (National Aeronautics and Space Administration NASA) মতে এই গাছ ঘরের শতকরা ৯০% দুষিত বাতাস বিশুদ্ধ করে। স্পাইডার প্লান্টের উৎপত্তিস্থল সাউথ আফ্রিকায়। এই গাছের বোটানিকেল নাম Chlorophytum composing । সরু এই গাছটি সাধারণত ৮/১০ ইঞ্চি লম্বা হয়। পাতার রং সবুজের মধ্যে সাদা ডোরা কাটা।  তবে মাঝে মাঝে শুধু সবুজও হয় ।






গাছ থেকে বের হয় ছোট ডাল, ডালের মাথায় ফুটে সাদা সাদা ফুল। ফুল থেকে হয় ছোট্ট চারা গাছ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অাগরা শাক মানুষের জন্য ক্ষতিকর .....!

Mia Khalifa মিয়া খলিফা sex সমাচার

থানকুনি পাতার স্বাস্থ্য উপকারিতা কি....?