Snake plant স্নেক প্লান্ট কি.....?
স্নেক প্ল্যান্ট (Snake Plant)।
নাম শুনে ভয় পেয়ে যাবেন না প্লিজ।পাতার আকৃতির জন্যই এই ধরনের নাম গাছটির।
এই গাছের পাতার আকৃতি অনেকটা সাপের মত প্যাঁচানো বলেই হয়ত লোকে একে স্নেক প্ল্যান্ট বলে। তবে এর আরো একটি মজার নাম আছে, দেশের বাইরে অনেকেই একে মাদার ইন ল’স(Mother in law's tongue ) টাং বলে ডাকে (যার বাংলা প্রতিশব্দ শাশুড়ির জ্বিহবা)।
এই নাগরিক জীবনে আপনি খুব ব্যস্ত মানুষ, ইনডোর প্ল্যান্ট গুলোর যত্ন নেয়ার একদমই সময় পান না! সময়ের অভাবে যত্ন না নেওয়ায় বিবর্ন হয়ে ওঠেছে আপনার শখের গৃহসজ্জার গাছ গুলো। তবে আপনার দরকার সহজ পরিচর্যার ইনডোর প্ল্যান্ট যা কম যত্নেও থাকবে সজীব। হ্যা, আপনি ঘরের শোভা বাড়াতে বেছে নিতে পারেন এমন কিছু গাছ যা অল্প সময়ে খুব সহজেই পরিচর্যা করা যায় আর অযত্ন অবহেলায়ও সজীব সতেজ থাকে সব সময়।স্নেক প্ল্যান্ট (Snake Plant) হচ্ছে এমনই একটি গাছ।ঘর সাজানোর কাজে আমরা হর-হামেশাই ব্যবহার করে থাকি এই গাছ। সৌন্দর্য বাড়াতে অনেকেই শোবার ঘরেও এই গাছটি রাখেন।
শোবার ঘরে এই গাছটি রাখার একটি বিশেষত্ব আছে আর তা হলো,এটি রাতে অক্সিজেন ছাড়ে।এই গাছ যদি ঘরে রাখেন, তাহলে ঘরে অক্সিজেনের কোনো ঘাটতি হবে না। নাসার বিজ্ঞানীরা একটি সমীক্ষা করে দেখেছেন যে, ঘরের ভিতর এই গাছ রাখলে নাইট্রোডেন ডাই অক্সাইড ও ফার্ম্যালডিহাইডের মতো ক্ষতিকারক গ্যাসকে শোষণ করে ঘরকে দূষণমুক্ত রাখতে সাহায্য করে। এই গাছের আরেকটি গুরুত্বপূর্ণ উপকারী দিক হলো গাছটি প্রতিনিয়ত কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করতে থাকে।অর্থাৎ ঘরে এই গাছ রাখলে দিনে এবং রাতে আপনি পাবেন স্বাস্থ্যকর পরিবেশ।ঘরের পরিবেশ বিশুদ্ধ করে বলে আপনার রাতের ঘুমটাও ভালো হবার পিছনে হাত আছে এই গাছ এর।তাই অনেকে একে ঘুমের সহায়কও বলে থাকে।
যাদের অ্যালার্জি হয়েছে বা যাদের ব্রিদিং ট্রাবল আছে তাদের জন্য বিশেষ করে এই গাছ খুব ভালো।
ফলার মত লম্বা পাতাযুক্ত স্নেক প্লান্ট দেখতে অনেকটা অন্যান্য পাতাবাহার গাছের মতই।আবার অনেকটা অ্যালোভেরা গাছের মতোও।
এবার আসি যত্নে...কিভাবে যত্ন নিবেন এই গাছের...আলো অন্ধকার সংমিশ্রিত পরিবেশে খুব সহজেই মানিয়ে নেয়। এর জীবন ধারনের জন্য পানি খুব কমই লাগে শুধু মাটি বেশি শুকনো হয়ে গেলে অল্প পানি দিতে হয় আর সরাসরি গাছে পানি না দেয়াই উত্তম।তবে অবশ্যই করা রোদ দিবেন না তাহলে পাতা পুরে যাবে।র পাতা মরেগেলে তা ছেটে দিবেন গোড়া থেকে।
আশাকরি আপনার ব্যাস্ত জীবনের অল্প খানি অবসর সময়ে সহজেই আর কম যত্নে চাষ করার মত এই সহজ পরিচর্যার ইন্ডোর প্লান্ট গুলো আপনাকে ঘর সাজাতে অনেক সহায়তা করবে। আর ঘর সাজানোর সাথে সাথে এই গাছ গুলো আপনার বাড়ির বাতাস রাখবে দূষণ মুক্ত ও নির্মল।
ছবি: নেট থেকে সংগৃহিত।
এই গাছের চারাগুলি অর্ডার এর জন্য ছবির নিচে ডানপাশে লিখা "Send Message" এ ক্লিক করুন।
সবার অবগতির জন্য জানাচ্ছি যে, আমাদের পেজ এ দেয়া ছবি গুলো ইন্টারনেট থেকে কালেক্ট করা হয়ে থাকে, এবং ম্যাক্সিমাম ছবির গাছ গুলো পরিণত থাকে। আমরা আমাদের নার্সারী থেকে চারা গাছ বিক্রি করে থাকি, এবং চারা গুলো নার্সারী তেই উৎপাদিত, ফ্রেশ এবং একই জাতের। অনেকের কমপ্লেইন থাকে, ছবির সাথে চারার মিল পান না। এক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না, তবে হ্যাঁ, চারার কোয়ালিটি তে কোনো ধরণের হেরফের হয়ে থাকে না। সেই গ্যারান্টি আমরা দিয়ে তারপর চারা বিক্রি করি, আমাদেরকে ভুল না বোঝার জন্য অনুরোধ করা হলো।
নাম শুনে ভয় পেয়ে যাবেন না প্লিজ।পাতার আকৃতির জন্যই এই ধরনের নাম গাছটির।
এই গাছের পাতার আকৃতি অনেকটা সাপের মত প্যাঁচানো বলেই হয়ত লোকে একে স্নেক প্ল্যান্ট বলে। তবে এর আরো একটি মজার নাম আছে, দেশের বাইরে অনেকেই একে মাদার ইন ল’স(Mother in law's tongue ) টাং বলে ডাকে (যার বাংলা প্রতিশব্দ শাশুড়ির জ্বিহবা)।
এই নাগরিক জীবনে আপনি খুব ব্যস্ত মানুষ, ইনডোর প্ল্যান্ট গুলোর যত্ন নেয়ার একদমই সময় পান না! সময়ের অভাবে যত্ন না নেওয়ায় বিবর্ন হয়ে ওঠেছে আপনার শখের গৃহসজ্জার গাছ গুলো। তবে আপনার দরকার সহজ পরিচর্যার ইনডোর প্ল্যান্ট যা কম যত্নেও থাকবে সজীব। হ্যা, আপনি ঘরের শোভা বাড়াতে বেছে নিতে পারেন এমন কিছু গাছ যা অল্প সময়ে খুব সহজেই পরিচর্যা করা যায় আর অযত্ন অবহেলায়ও সজীব সতেজ থাকে সব সময়।স্নেক প্ল্যান্ট (Snake Plant) হচ্ছে এমনই একটি গাছ।ঘর সাজানোর কাজে আমরা হর-হামেশাই ব্যবহার করে থাকি এই গাছ। সৌন্দর্য বাড়াতে অনেকেই শোবার ঘরেও এই গাছটি রাখেন।
শোবার ঘরে এই গাছটি রাখার একটি বিশেষত্ব আছে আর তা হলো,এটি রাতে অক্সিজেন ছাড়ে।এই গাছ যদি ঘরে রাখেন, তাহলে ঘরে অক্সিজেনের কোনো ঘাটতি হবে না। নাসার বিজ্ঞানীরা একটি সমীক্ষা করে দেখেছেন যে, ঘরের ভিতর এই গাছ রাখলে নাইট্রোডেন ডাই অক্সাইড ও ফার্ম্যালডিহাইডের মতো ক্ষতিকারক গ্যাসকে শোষণ করে ঘরকে দূষণমুক্ত রাখতে সাহায্য করে। এই গাছের আরেকটি গুরুত্বপূর্ণ উপকারী দিক হলো গাছটি প্রতিনিয়ত কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করতে থাকে।অর্থাৎ ঘরে এই গাছ রাখলে দিনে এবং রাতে আপনি পাবেন স্বাস্থ্যকর পরিবেশ।ঘরের পরিবেশ বিশুদ্ধ করে বলে আপনার রাতের ঘুমটাও ভালো হবার পিছনে হাত আছে এই গাছ এর।তাই অনেকে একে ঘুমের সহায়কও বলে থাকে।
যাদের অ্যালার্জি হয়েছে বা যাদের ব্রিদিং ট্রাবল আছে তাদের জন্য বিশেষ করে এই গাছ খুব ভালো।
ফলার মত লম্বা পাতাযুক্ত স্নেক প্লান্ট দেখতে অনেকটা অন্যান্য পাতাবাহার গাছের মতই।আবার অনেকটা অ্যালোভেরা গাছের মতোও।
এবার আসি যত্নে...কিভাবে যত্ন নিবেন এই গাছের...আলো অন্ধকার সংমিশ্রিত পরিবেশে খুব সহজেই মানিয়ে নেয়। এর জীবন ধারনের জন্য পানি খুব কমই লাগে শুধু মাটি বেশি শুকনো হয়ে গেলে অল্প পানি দিতে হয় আর সরাসরি গাছে পানি না দেয়াই উত্তম।তবে অবশ্যই করা রোদ দিবেন না তাহলে পাতা পুরে যাবে।র পাতা মরেগেলে তা ছেটে দিবেন গোড়া থেকে।
আশাকরি আপনার ব্যাস্ত জীবনের অল্প খানি অবসর সময়ে সহজেই আর কম যত্নে চাষ করার মত এই সহজ পরিচর্যার ইন্ডোর প্লান্ট গুলো আপনাকে ঘর সাজাতে অনেক সহায়তা করবে। আর ঘর সাজানোর সাথে সাথে এই গাছ গুলো আপনার বাড়ির বাতাস রাখবে দূষণ মুক্ত ও নির্মল।
ছবি: নেট থেকে সংগৃহিত।
এই গাছের চারাগুলি অর্ডার এর জন্য ছবির নিচে ডানপাশে লিখা "Send Message" এ ক্লিক করুন।
সবার অবগতির জন্য জানাচ্ছি যে, আমাদের পেজ এ দেয়া ছবি গুলো ইন্টারনেট থেকে কালেক্ট করা হয়ে থাকে, এবং ম্যাক্সিমাম ছবির গাছ গুলো পরিণত থাকে। আমরা আমাদের নার্সারী থেকে চারা গাছ বিক্রি করে থাকি, এবং চারা গুলো নার্সারী তেই উৎপাদিত, ফ্রেশ এবং একই জাতের। অনেকের কমপ্লেইন থাকে, ছবির সাথে চারার মিল পান না। এক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না, তবে হ্যাঁ, চারার কোয়ালিটি তে কোনো ধরণের হেরফের হয়ে থাকে না। সেই গ্যারান্টি আমরা দিয়ে তারপর চারা বিক্রি করি, আমাদেরকে ভুল না বোঝার জন্য অনুরোধ করা হলো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন